Ajker Patrika

চট্টগ্রামে ৩ দিনের আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ৩০ মে ২০২৪, ২১: ৪১
চট্টগ্রামে ৩ দিনের আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু

চট্টগ্রাম নগরীর দি পেনিনসুলা হোটেলে শুরু হয়েছে তিন দিনের আন্তর্জাতিক পর্যটন মেলা ‘চিটাগং ট্রাভেল মার্ট ২০২৪’। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী মেলার উদ্বোধন করেন।

ভ্রমণ ও পর্যটনবিষয়ক প্রকাশনা দি বাংলাদেশ মনিটর আয়োজিত এই মেলায় উপস্থিত ছিলেন মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলমসহ অন্যরা।

এবারের আসরে দেশ-বিদেশের ২৬টি প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে এয়ারলাইনস, ট্যুর অপারেটর, হোটেল ও রিসোর্ট, অনলাইন ট্রাভেল এজেন্সি ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান।

মেলায় দর্শনার্থীদের ভিড়। ছবি: আজকের পত্রিকামেলা ১ জুন পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে। মেলার অন্যতম স্পনসর হিসেবে রয়েছে (www.buytickets.com)। মেলার এয়ার পার্টনার ইউএস-বাংলা এয়ারলাইনস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত