Ajker Patrika

রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল শিক্ষিকার

চট্টগ্রাম নগরীর বায়েজিদে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় সাকিয়াতুল কাউছার (৪৮) নামের এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাস চালক মো. রাজিবকে (২৬) আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে বায়েজিদ থানাধীন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুল শিক্ষিকা কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার কৈয়ারবিল এলাকার সরোয়ার কামালের স্ত্রী। তিনি হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নে কাজিরখীল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

আটক বাস চালক নোয়াখালী জেলার কবিরহাট থানার নুরুল আমিনের ছেলে। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, হাটহাজারী থেকে নিউমার্কেটগামী ৮ নম্বর রুটের একটি সিটি বাস ওই নারীকে চাপা দেয়। এ সময় তিনি রাস্তা পার হচ্ছিলেন। গাড়িটি অক্সিজেন মোড় থেকে দ্রুত গতিতে উল্টো দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে ওই নারীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে বাসসহ চালককে আটক করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত