নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর সদস্য সন্দেহে গ্রেপ্তার আব্দুস সামাদ আজাদকে (২৯) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ রোববার চট্টগ্রাম মহানগর হাকিমের তৃতীয় আদালতের বিচারক সরোয়ার জাহান এই আদেশ দেন। এর আগে গত ২০ সেপ্টেম্বর আদালতে আসামির তিন দিনের রিমান্ড আবেদন করেন ডবলমুরিং থানার উপপরিদর্শক মুহাম্মদ জাহাঙ্গীর আলম।
পুলিশ জানায়, সরকার ও রাষ্ট্রবিরোধী পোস্টারসহ গত ১৮ সেপ্টেম্বর নগরীর ডবলমুরিং এলাকার সিজিও ভবনের সামনে থেকে আব্দুস সামাদ আজাদকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় ডবলমুরিং থানার উপপরিদর্শক স্বপন কুমার মল্লিক বাদী হয়ে আব্দুস সামাদসহ পলাতক পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩ / ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার যুবক বি-বাড়িয়া জেলার আখাউড়া থানার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নগরীতে তিনি পাহাড়তলী মৌসমু আবাসিক এলাকায় থাকেন।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার যুবকসহ পলাতক আসামিরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।
মামলার এজাহারে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় সরকার ও রাষ্ট্রবিরোধী পোস্টার লাগানোর গোপন সংবাদের তথ্য পেয়ে পুলিশ আগ্রাবাদ সিজিও ভবন এলাকায় যায়। এ সময় পোস্টার লাগানোর সময় আসামিরা পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে আব্দুস সামাদ আজাদকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে পাওয়া ব্যাগ তল্লাশি চালিয়ে সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন লেখা সংবলিত ২৭টি পোস্টার জব্দ করে।
চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর সদস্য সন্দেহে গ্রেপ্তার আব্দুস সামাদ আজাদকে (২৯) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ রোববার চট্টগ্রাম মহানগর হাকিমের তৃতীয় আদালতের বিচারক সরোয়ার জাহান এই আদেশ দেন। এর আগে গত ২০ সেপ্টেম্বর আদালতে আসামির তিন দিনের রিমান্ড আবেদন করেন ডবলমুরিং থানার উপপরিদর্শক মুহাম্মদ জাহাঙ্গীর আলম।
পুলিশ জানায়, সরকার ও রাষ্ট্রবিরোধী পোস্টারসহ গত ১৮ সেপ্টেম্বর নগরীর ডবলমুরিং এলাকার সিজিও ভবনের সামনে থেকে আব্দুস সামাদ আজাদকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় ডবলমুরিং থানার উপপরিদর্শক স্বপন কুমার মল্লিক বাদী হয়ে আব্দুস সামাদসহ পলাতক পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩ / ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার যুবক বি-বাড়িয়া জেলার আখাউড়া থানার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নগরীতে তিনি পাহাড়তলী মৌসমু আবাসিক এলাকায় থাকেন।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার যুবকসহ পলাতক আসামিরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।
মামলার এজাহারে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় সরকার ও রাষ্ট্রবিরোধী পোস্টার লাগানোর গোপন সংবাদের তথ্য পেয়ে পুলিশ আগ্রাবাদ সিজিও ভবন এলাকায় যায়। এ সময় পোস্টার লাগানোর সময় আসামিরা পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে আব্দুস সামাদ আজাদকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে পাওয়া ব্যাগ তল্লাশি চালিয়ে সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন লেখা সংবলিত ২৭টি পোস্টার জব্দ করে।
রেলওয়ে প্রকল্পের মাধ্যমে নিয়োগ পাওয়া গেটকিপাররা বকেয়া বেতন ও চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন। আজ রোববার সকাল ৯টা থেকে রেলপথ মন্ত্রণালয়ের সামনে প্রায় ২৫০ জন গেটকিপার এ কর্মসূচিতে অংশ নেন।
৫ মিনিট আগেখাদিজা বেগম আরও বলেন, ‘চাঁদাবাজি করার জন্যই আমাকে না জানিয়ে কৌশলে আক্তার হোসেন মামলার বাদী হয়েছেন। রিপন হত্যার সঙ্গে বকশীগঞ্জের কোনো মানুষ জড়িত না। কারণ আমার স্বামী মারা গেছেন ঢাকার উত্তরায়। মামলা করার আগেই আক্তার হোসেন মামলার ভয় দেখিয়ে দুই শতাধিক নিরীহ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকার বাণিজ্য করেছেন।
২৭ মিনিট আগেপ্রথমবারের মতো রাজশাহী এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ট্রফি। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরের আলুপট্টি মোড়ে বিপিএল চ্যাম্পিয়নস ট্রফি প্রদর্শনীর জন্য উন্মোচন করা হয়।
৩৭ মিনিট আগেচট্টগ্রামের বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। গতকাল শনিবার রাত দেড়টার দিকে খানখানাবাদ ইউনিয়নের ছৈয়দ আহমেদ টেক এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে