চট্টগ্রামে হিযবুত তাহরীর সদস্যের ৩ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
Thumbnail image

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর সদস্য সন্দেহে গ্রেপ্তার আব্দুস সামাদ আজাদকে (২৯) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ রোববার চট্টগ্রাম মহানগর হাকিমের তৃতীয় আদালতের বিচারক সরোয়ার জাহান এই আদেশ দেন। এর আগে গত ২০ সেপ্টেম্বর আদালতে আসামির তিন দিনের রিমান্ড আবেদন করেন ডবলমুরিং থানার উপপরিদর্শক মুহাম্মদ জাহাঙ্গীর আলম। 

পুলিশ জানায়, সরকার ও রাষ্ট্রবিরোধী পোস্টারসহ গত ১৮ সেপ্টেম্বর নগরীর ডবলমুরিং এলাকার সিজিও ভবনের সামনে থেকে আব্দুস সামাদ আজাদকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় ডবলমুরিং থানার উপপরিদর্শক স্বপন কুমার মল্লিক বাদী হয়ে আব্দুস সামাদসহ পলাতক পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩ / ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার যুবক বি-বাড়িয়া জেলার আখাউড়া থানার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নগরীতে তিনি পাহাড়তলী মৌসমু আবাসিক এলাকায় থাকেন। 

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার যুবকসহ পলাতক আসামিরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। 

মামলার এজাহারে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় সরকার ও রাষ্ট্রবিরোধী পোস্টার লাগানোর গোপন সংবাদের তথ্য পেয়ে পুলিশ আগ্রাবাদ সিজিও ভবন এলাকায় যায়। এ সময় পোস্টার লাগানোর সময় আসামিরা পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে আব্দুস সামাদ আজাদকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে পাওয়া ব্যাগ তল্লাশি চালিয়ে সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন লেখা সংবলিত ২৭টি পোস্টার জব্দ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত