রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটির লংগদুতে ধর্ষণের দায়ে দণ্ডপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিমকে (৪৬) চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। আজ সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অভিভাবক, বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে।
উপজেলার করল্যাছড়ি আরএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম ২০২০ সালে ২৫ সেপ্টেম্বর তাঁর স্কুলেরই এক ছাত্রীকে ধর্ষণ করেন। এ ঘটনায় মামলা হলে রাঙামাটির আদালত ২০২২ সালের ২৯ নভেম্বর তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
ধর্ষণের শিকার ছাত্রীকে বিয়ে করা এবং এক একর জমি লিখে দেওয়ার অঙ্গীকার করে এই বছরের ২১ জুন হাইকোর্ট থেকে জামিন নেন আব্দুর রহিম। জামিন পেয়ে গত ২৩ জুন স্কুলে যোগদানের পর তাঁর অপসারণ চেয়ে অভিভাবক ও শিক্ষার্থীরা আন্দোলনে নামে।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, আব্দুর রহিম ধর্ষক হিসেবে আদালতে দণ্ডপ্রাপ্ত। তিনি শিক্ষকতা করার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। তাঁর কাছে আর কোনো শিক্ষার্থী নিরাপদ নয়। বরং তিনি স্কুলে যোগদান করলে স্কুলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। তা ছাড়া শিক্ষার্থী ধর্ষকের ছাত্রছাত্রী হিসেবে পরিচিতি পাবে।
বক্তারা আরও বলেন, এ কলঙ্ক মুছে ফেলতে আব্দুর রহিমকে শুধু এ বিদ্যালয় থেকে বহিষ্কার নয়, তিনি যেন কোথাও শিক্ষকতা করতে না পারেন সেই ব্যবস্থা গ্রহণ করতে। এ জন্য সরকার ও জেলা শিক্ষা কর্মকর্তার কাছে দাবি জানান তাঁরা।
এ সময় আব্দুর রহিমকে স্কুল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা না হলে লাগাতার ক্লাস বর্জনের হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা।
দীপন বিকাশ চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, অভিভাবক এরিক চাকমা, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জিকো চাকমা প্রমুখ।
রাঙামাটির লংগদুতে ধর্ষণের দায়ে দণ্ডপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিমকে (৪৬) চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। আজ সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অভিভাবক, বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে।
উপজেলার করল্যাছড়ি আরএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম ২০২০ সালে ২৫ সেপ্টেম্বর তাঁর স্কুলেরই এক ছাত্রীকে ধর্ষণ করেন। এ ঘটনায় মামলা হলে রাঙামাটির আদালত ২০২২ সালের ২৯ নভেম্বর তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
ধর্ষণের শিকার ছাত্রীকে বিয়ে করা এবং এক একর জমি লিখে দেওয়ার অঙ্গীকার করে এই বছরের ২১ জুন হাইকোর্ট থেকে জামিন নেন আব্দুর রহিম। জামিন পেয়ে গত ২৩ জুন স্কুলে যোগদানের পর তাঁর অপসারণ চেয়ে অভিভাবক ও শিক্ষার্থীরা আন্দোলনে নামে।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, আব্দুর রহিম ধর্ষক হিসেবে আদালতে দণ্ডপ্রাপ্ত। তিনি শিক্ষকতা করার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। তাঁর কাছে আর কোনো শিক্ষার্থী নিরাপদ নয়। বরং তিনি স্কুলে যোগদান করলে স্কুলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। তা ছাড়া শিক্ষার্থী ধর্ষকের ছাত্রছাত্রী হিসেবে পরিচিতি পাবে।
বক্তারা আরও বলেন, এ কলঙ্ক মুছে ফেলতে আব্দুর রহিমকে শুধু এ বিদ্যালয় থেকে বহিষ্কার নয়, তিনি যেন কোথাও শিক্ষকতা করতে না পারেন সেই ব্যবস্থা গ্রহণ করতে। এ জন্য সরকার ও জেলা শিক্ষা কর্মকর্তার কাছে দাবি জানান তাঁরা।
এ সময় আব্দুর রহিমকে স্কুল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা না হলে লাগাতার ক্লাস বর্জনের হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা।
দীপন বিকাশ চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, অভিভাবক এরিক চাকমা, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জিকো চাকমা প্রমুখ।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পরিবেশবান্ধব মালচিং পদ্ধতিতে সবজি চাষ বাড়ছে। বিষমুক্ত এই পদ্ধতিতে ফলন ভালো হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকেরা। এ ছাড়া চাষাবাদে খরচ কম লাগছে।
১ ঘণ্টা আগেরংপুর বিভাগীয় সনাতনী সমাবেশস্থল পরিবর্তন করা হয়েছে। রংপুর জেলা স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে মাহীগঞ্জ কলেজ মাঠে আয়োজন করা হচ্ছে...
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর অন্যতম ‘সমন্বয়ক’ সোহেল রানাকে ‘ভুয়া’ বলে আখ্যায়িত করেছে ছাত্রদল। আজ শুক্রবার বেলা ১১টায় নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে সোহেল রানাকে হাতুড়িপেটার অভিযোগও অস্বীকার করেছে রাজশাহী নগর ছাত্রদল...
১ ঘণ্টা আগেদেশের বিভিন্ন অঞ্চল থেকে এক কোটি ৮০ লাখ মানুষের অনুসমর্থনের ভিত্তিতে একটি বিশেষ আইন প্রণয়নের জন্য গত ৪ বছর ধরে আমাদের এই সংগঠন কাজ করছে। গত ১৮ আগস্ট শাহবাগ চত্বরে এক সংহতি সমাবেশের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা বরাবর...
১ ঘণ্টা আগে