Ajker Patrika

দাউদকান্দিতে গাড়ির ধাক্কায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে অগ্নিকাণ্ড

প্রতিনিধি, তিতাস (কুমিল্লা) 
দাউদকান্দিতে গাড়ির ধাক্কায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে অগ্নিকাণ্ড

কুমিল্লা দাউদকান্দি উপজেলার একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। পাশে পার্কিং করা দুটি গাড়িকে সজোরে ধাক্কা দিয়ে রাস্তার পাশের দোকানের ভেতরে ঢুকে যায় কাভার্ডভ্যানটি। এতে বৈদ্যুতিক খুঁটি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে ৪টি গাড়ি এবং ৬টি দোকানঘর সম্পূর্ণ পুড়ে যায়। 

আজ রোববার আনুমানিক ভোর ৫টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের সামনে বীরতলা রাস্তার প্রবেশমুখে এই দুর্ঘটনা ঘটে। 

সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দাউদকান্দি ফায়ার সার্ভিস। স্টেশন অফিসার (এসও) ফয়েজ আহমেদের নেতৃত্বে দাউদকান্দি ও চান্দিনা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। 

জানা যায়, অগ্নিকাণ্ডে ১টি কাভার্ডভ্যান,১টি পিকআপ, ২ টি মাইক্রোবাস এবং মুদি দোকান, টেলিকম, কনফেকশনারিসহ ৬টি দোকান পড়ে যায়। 

দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) ফয়েজ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনা স্থলে যাই। পার্শ্ববর্তী চান্দিনা উপজেলা থেকে আরও দুইটি ইউনিট এনে মোট ৪টি ইউনিট যৌথভাবে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনি। তবে অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

একাত্তর ও এক-এগারোর সময় বাংলাদেশ বিষয়ে মার্কিন নীতি ভুল ছিল: ড্যানিলোভিচ

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত