বালুখালী রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডে পুড়ল ২০টি ঘর

প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
প্রকাশ : ২০ জুলাই ২০২১, ২০: ৪৯
আপডেট : ২০ জুলাই ২০২১, ২০: ৫৫

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ এর দিকে বালুখালীর ৯ নং ক্যাম্পের জি ৩ ব্লক রোহিঙ্গা ক্যাম্পে একটি শেডে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এখন পর্যন্ত কারোর হতাহতের খবর পাওয়া না গেলেও এ ঘটনায় পুড়ে গেছে ২০টি বসতঘর। তবে বর্তমানে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় এক মৌলভির ঘরে গ্যাসের সিলিন্ডার থেকে প্রথমে আগুন লাগে। পরে মুহূর্তেই আগুন আশপাশের শেডে ছড়িয়ে পরে।

খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এপিবিএন ১৪ এর অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক আজকের পত্রিকা কে জানান, 'আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত আছে। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস এপিবিএন সদস্যরা।'

এর আগে ২২ মার্চ রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫০,০০০ রোহিঙ্গা শরণার্থী বাস্তুচ্যুত হয় এবং বিদ্যালয় ও খাদ্য সঞ্চয় কেন্দ্রসহ অনেক ভবন আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় স্থানীয়রা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত