Ajker Patrika

‘জামায়াত-বিএনপির জোট মরণ ছোবল দেবে, তাদের তালিকা দিন’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ২০: ৫৫
‘জামায়াত-বিএনপির জোট মরণ ছোবল দেবে, তাদের তালিকা দিন’

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘দুবছরের মাথায় জাতীয় নির্বাচন। সামনে জামায়াত-বিএনপির জোট মরণ ছোবল দেবে। তাই তাদের তালিকা করে আমাদের দলীয় দপ্তরে জমা দিন। তা হলেই দেশ-জাতি এবং আমরা রক্ষা পাব।’ 

সোমবার বিকেলে ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের আওতাধীন ইউনিটের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে এলে নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। 

নাছির উদ্দীন বলেন, ‘ঝালকাঠির সুগন্ধা নদীতে নৌ দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের ঘটনাটিকে নিয়ে বিএনপি যে খেলায় নেমেছে, তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এটি কোনোভাবেই মানবিক নয়। তাদের কোনো রাজনৈতিক অধিকার নেই। দলটির উদ্ভাবন কোথায় এবং কীভাবে এই বিষয়গুলো জনগণের কাছে দলের স্থানীয় নেতৃত্বকে তুলে ধরতে হবে। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে শত্রু ও মিত্রকে চিহ্নিত করতে হবে।’ 

এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজি মো. হোসেন, সাংস্কৃতিক সম্পাদক হাজি আবু তাহের, খুলশী থানা আওয়ামী লীগের আহ্বায়ক মো. হোসেন হীরন, ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মো. জাকারিয়া, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত