Ajker Patrika

দাউদকান্দিতে বাড়তি দামে ভোজ্যতেল বিক্রি, ২ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

দাউদকান্দি প্রতিনিধি
দাউদকান্দিতে বাড়তি দামে ভোজ্যতেল বিক্রি, ২ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

কুমিল্লার দাউদকান্দিতে বাড়তি মূল্যে ভোজ্যতেল বিক্রির দায়ে দুই দোকানদারকে ১ লাখ টাকা জরিমানাসহ আরেক দোকানদারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দাউদকান্দি পৌর বাজার এবং গৌরীপুর বাজারে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম খান এই জরিমানা করেন। 

অভিযানে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন ও গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নোমান মিয়া সরকার সঙ্গে ছিলেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম খান আজকের পত্রিকাকে বলেন, ‘তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে একটা অস্থিতিশীলতা সারা দেশে বিরাজ করছে। সেই ধারাবাহিকতায় আমাদের দাউদকান্দিতেও মূল্যবৃদ্ধিসহ অন্যান্য বিষয়ে একটা জটিলতা দেখা দিয়েছিল। এরই প্রেক্ষিতে উপজেলা চেয়ারম্যান মহোদয়সহ আমরা দাউদকান্দি এবং গৌরীপুর বাজারে অভিযান চালিয়েছি। এ সময় আমরা প্রত্যেক ব্যবসায়ী যারা তেলসহ এ ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রি করেন। সেখানে গিয়ে তাদের সংরক্ষণে যেসব দ্রব্য রয়েছে বিশেষ করে সয়াবিন তেল বা ভোজ্যতেল সেগুলোর কাগজপত্র যাচাই বাছাই করেছি।’ 

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, বাজারে পর্যাপ্ত পরিমাণে ভোজ্যতেল মজুত রয়েছে। এর মধ্যে কোনো ব্যবসায়ী যেন অতিরিক্ত মূল্যে বিক্রি না করে সেটি আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি। এ সময় নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে তেল বিক্রির দায়ে দাউদকান্দি ভাই ভাই বানিজ্যালয়কে পঞ্চাশ হাজার ও গৌরীপুর বাজারের ললিত মোহন সাহা স্টোরকে পঞ্চাশ হাজারসহ মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। গৌরীপুর বাজারের সুমন ট্রেডার্সের মালিক সুমনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগেও লবণের মূল্য বেশি রাখায় তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছিল বলে এই কর্মকর্তা জানান। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন আজকের পত্রিকাকে বলেন, ‘সবাইকে অনুরোধ করব, পণ্যের গায়ের মূল্যের চেয়ে কোন ব্যবসায়ী দাম বেশি রাখলে সঙ্গে সঙ্গে মোবাইল মেসেঞ্জারে, ফেসবুক লাইভে বা ফোনে আমাকে জানাবেন। উপজেলা প্রশাসনকে নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত