Ajker Patrika

নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৩ বর্মি উপজাতি আটক, পরে পুশব‍্যাক

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  
নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৩ বর্মি উপজাতি আটক, পরে পুশব‍্যাক

বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ি সীমান্তের কাঁটাতার মাড়িয়ে অনুপ্রবেশকালে তিন বর্মি উপজাতিকে আটক করে পুশব‍্যাক করেছে বিজিবি। আজ রোববার সকালে সীমান্ত পিলার ৩৭ এলাকার আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে। 

কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি কর্তৃপক্ষ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছে। 

আটকেরা হলেন–সুরি তঞ্চাঙ্গা (৬০), তইং তঞ্চাঙ্গা (৩০) ও কাসো তঞ্চাঙ্গা (৩)। তারা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার ৩৪ বিজিবির অধীন ঘুমধুম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাইশফাঁড়ী বিওপির সীমান্ত পিলার ৩৭ এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে মিয়ানমারের তিন নাগরিককে আটক করে বিজিবি। পরে অবৈধভাবে অনুপ্রবেশর কারণে তাদের বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে একই স্থান দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পুশব্যাক করা হয়। 

ধারণা করা হচ্ছে, মিয়ানমারের ভেতরে চলমান বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের কারণে নিরাপদ আশ্রয়ের জন‍্য অবৈধভাবে বাংলাদেশে আসার চেষ্টা করছিল তারা। সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বিজিবি সদস্যদের কঠোর নজরদারি থাকাতে তাদের চেষ্টা বিফলে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত