পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
বান্দরবানে পঞ্চম শ্রেণির শিশু ভানথাংপুই বমকে (১৩) হত্যার প্রতিবাদে জেলার পানছড়ি উপজেলার লোগাং আমতলিতে কালো ব্যাজ ধারণ ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। আগ্রাসনের শিকার শিশুদের আন্তর্জাতিক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেয়।
অগ্রসর শিশু-কিশোর কেন্দ্রের পানছড়ি উপজেলা প্রতিনিধি রীতা চাকমার সভাপতিত্বে ও সুইটি চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পানছড়ি উপজেলা শাখার সভাপতি সুনীলময় ত্রিপুরা।
সমাবেশে বক্তারা বলেন, ‘বান্দরবানে কেএনএফ দমনের নামে বম জাতিসত্তার জনগণের ওপর অমানবিক নির্যাতন করা হচ্ছে। ভানথাংপুই বমের মতো ছোট্ট একজন শিশুকেও গুলি করে হত্যা করা হয়েছে। একটি রাষ্ট্র তার দেশের সংখ্যালঘু বম জাতিসত্তার ওপর যে দমন-পীড়ন চালাচ্ছে, তা দেখে আমাদের অবাক হতে হয়।’
বক্তারা আরও বলেন, ‘আমরা এমন একটি রাষ্ট্রে বসবাস করছি, যে রাষ্ট্র আমাদের অধিকারহীন করে রেখে নিপীড়ন চালিয়ে যাচ্ছে। বান্দরবানে বম জাতিসত্তার গর্ভবতী নারীসহ শিশু-কিশোরদের গ্রেপ্তার-হত্যা করা হচ্ছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বম শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারছে না। বম জাতির হয়ে জন্মগ্রহণ করা কি অপরাধ?’
এ সময় বক্তারা সরকারের কাছে পাহাড়ের শিশুদের আগ্রাসনের হাত থেকে রক্ষা করার অনুরোধ জানিয়ে বলেন, ‘আমরা সুষ্ঠু, সুন্দর পরিবেশে মানুষের মতো মানুষ হয়ে এই দেশকে সহযোগিতা করতে চাই।’
সমাবেশে বক্তব্য দেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বরুণ চাকমা, শিক্ষার্থী প্রিটন চাকমা, রীনা চাকমা প্রমুখ।
বান্দরবানে পঞ্চম শ্রেণির শিশু ভানথাংপুই বমকে (১৩) হত্যার প্রতিবাদে জেলার পানছড়ি উপজেলার লোগাং আমতলিতে কালো ব্যাজ ধারণ ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। আগ্রাসনের শিকার শিশুদের আন্তর্জাতিক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেয়।
অগ্রসর শিশু-কিশোর কেন্দ্রের পানছড়ি উপজেলা প্রতিনিধি রীতা চাকমার সভাপতিত্বে ও সুইটি চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পানছড়ি উপজেলা শাখার সভাপতি সুনীলময় ত্রিপুরা।
সমাবেশে বক্তারা বলেন, ‘বান্দরবানে কেএনএফ দমনের নামে বম জাতিসত্তার জনগণের ওপর অমানবিক নির্যাতন করা হচ্ছে। ভানথাংপুই বমের মতো ছোট্ট একজন শিশুকেও গুলি করে হত্যা করা হয়েছে। একটি রাষ্ট্র তার দেশের সংখ্যালঘু বম জাতিসত্তার ওপর যে দমন-পীড়ন চালাচ্ছে, তা দেখে আমাদের অবাক হতে হয়।’
বক্তারা আরও বলেন, ‘আমরা এমন একটি রাষ্ট্রে বসবাস করছি, যে রাষ্ট্র আমাদের অধিকারহীন করে রেখে নিপীড়ন চালিয়ে যাচ্ছে। বান্দরবানে বম জাতিসত্তার গর্ভবতী নারীসহ শিশু-কিশোরদের গ্রেপ্তার-হত্যা করা হচ্ছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বম শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারছে না। বম জাতির হয়ে জন্মগ্রহণ করা কি অপরাধ?’
এ সময় বক্তারা সরকারের কাছে পাহাড়ের শিশুদের আগ্রাসনের হাত থেকে রক্ষা করার অনুরোধ জানিয়ে বলেন, ‘আমরা সুষ্ঠু, সুন্দর পরিবেশে মানুষের মতো মানুষ হয়ে এই দেশকে সহযোগিতা করতে চাই।’
সমাবেশে বক্তব্য দেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বরুণ চাকমা, শিক্ষার্থী প্রিটন চাকমা, রীনা চাকমা প্রমুখ।
পশ্চিম শিবরামপুর কোম্পানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিশোরী দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। এই ঘটনায় পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
৪ মিনিট আগেপিস্তল–গুলিসহ বাগেরহাটের রামপালে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার কালীগঞ্জ বাজারের একটি রাইস মিল থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে এক রাউন্ড পিস্তলের গুলি ও ২৫ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। আজ (শনিবার) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
৫ মিনিট আগেজনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৫০ শতাংশ কোটা প্রশাসন ক্যাডারের জন্য বরাদ্দ রাখা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ড. মুহম্মদ মফিজুর রহমান।
৭ মিনিট আগেখুলনার বটিয়াঘাটা উপজেলার বিরাট গ্রামের সুবিধাবঞ্চিত নারীদের জীবনে পরিবর্তনের আশা জাগাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের উদ্যোগ ‘প্রজেক্ট সমৃদ্ধি’। পুরোনো কাপড় আর পাটের সৃজনশীল ব্যবহারের মাধ্যমে শুধু পরিবেশবান্ধব পণ্য তৈরি নয় নারীদের স্বাবলম্বী করার পথ দেখাচ্ছে। পাশাপাশি, শিশুদের সৃজনশীল
৮ মিনিট আগে