পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
বান্দরবানে পঞ্চম শ্রেণির শিশু ভানথাংপুই বমকে (১৩) হত্যার প্রতিবাদে জেলার পানছড়ি উপজেলার লোগাং আমতলিতে কালো ব্যাজ ধারণ ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। আগ্রাসনের শিকার শিশুদের আন্তর্জাতিক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেয়।
অগ্রসর শিশু-কিশোর কেন্দ্রের পানছড়ি উপজেলা প্রতিনিধি রীতা চাকমার সভাপতিত্বে ও সুইটি চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পানছড়ি উপজেলা শাখার সভাপতি সুনীলময় ত্রিপুরা।
সমাবেশে বক্তারা বলেন, ‘বান্দরবানে কেএনএফ দমনের নামে বম জাতিসত্তার জনগণের ওপর অমানবিক নির্যাতন করা হচ্ছে। ভানথাংপুই বমের মতো ছোট্ট একজন শিশুকেও গুলি করে হত্যা করা হয়েছে। একটি রাষ্ট্র তার দেশের সংখ্যালঘু বম জাতিসত্তার ওপর যে দমন-পীড়ন চালাচ্ছে, তা দেখে আমাদের অবাক হতে হয়।’
বক্তারা আরও বলেন, ‘আমরা এমন একটি রাষ্ট্রে বসবাস করছি, যে রাষ্ট্র আমাদের অধিকারহীন করে রেখে নিপীড়ন চালিয়ে যাচ্ছে। বান্দরবানে বম জাতিসত্তার গর্ভবতী নারীসহ শিশু-কিশোরদের গ্রেপ্তার-হত্যা করা হচ্ছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বম শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারছে না। বম জাতির হয়ে জন্মগ্রহণ করা কি অপরাধ?’
এ সময় বক্তারা সরকারের কাছে পাহাড়ের শিশুদের আগ্রাসনের হাত থেকে রক্ষা করার অনুরোধ জানিয়ে বলেন, ‘আমরা সুষ্ঠু, সুন্দর পরিবেশে মানুষের মতো মানুষ হয়ে এই দেশকে সহযোগিতা করতে চাই।’
সমাবেশে বক্তব্য দেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বরুণ চাকমা, শিক্ষার্থী প্রিটন চাকমা, রীনা চাকমা প্রমুখ।
বান্দরবানে পঞ্চম শ্রেণির শিশু ভানথাংপুই বমকে (১৩) হত্যার প্রতিবাদে জেলার পানছড়ি উপজেলার লোগাং আমতলিতে কালো ব্যাজ ধারণ ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। আগ্রাসনের শিকার শিশুদের আন্তর্জাতিক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেয়।
অগ্রসর শিশু-কিশোর কেন্দ্রের পানছড়ি উপজেলা প্রতিনিধি রীতা চাকমার সভাপতিত্বে ও সুইটি চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পানছড়ি উপজেলা শাখার সভাপতি সুনীলময় ত্রিপুরা।
সমাবেশে বক্তারা বলেন, ‘বান্দরবানে কেএনএফ দমনের নামে বম জাতিসত্তার জনগণের ওপর অমানবিক নির্যাতন করা হচ্ছে। ভানথাংপুই বমের মতো ছোট্ট একজন শিশুকেও গুলি করে হত্যা করা হয়েছে। একটি রাষ্ট্র তার দেশের সংখ্যালঘু বম জাতিসত্তার ওপর যে দমন-পীড়ন চালাচ্ছে, তা দেখে আমাদের অবাক হতে হয়।’
বক্তারা আরও বলেন, ‘আমরা এমন একটি রাষ্ট্রে বসবাস করছি, যে রাষ্ট্র আমাদের অধিকারহীন করে রেখে নিপীড়ন চালিয়ে যাচ্ছে। বান্দরবানে বম জাতিসত্তার গর্ভবতী নারীসহ শিশু-কিশোরদের গ্রেপ্তার-হত্যা করা হচ্ছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বম শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারছে না। বম জাতির হয়ে জন্মগ্রহণ করা কি অপরাধ?’
এ সময় বক্তারা সরকারের কাছে পাহাড়ের শিশুদের আগ্রাসনের হাত থেকে রক্ষা করার অনুরোধ জানিয়ে বলেন, ‘আমরা সুষ্ঠু, সুন্দর পরিবেশে মানুষের মতো মানুষ হয়ে এই দেশকে সহযোগিতা করতে চাই।’
সমাবেশে বক্তব্য দেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বরুণ চাকমা, শিক্ষার্থী প্রিটন চাকমা, রীনা চাকমা প্রমুখ।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পরিবেশবান্ধব মালচিং পদ্ধতিতে সবজি চাষ বাড়ছে। বিষমুক্ত এই পদ্ধতিতে ফলন ভালো হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকেরা। এ ছাড়া চাষাবাদে খরচ কম লাগছে।
২৮ মিনিট আগেরংপুর বিভাগীয় সনাতনী সমাবেশস্থল পরিবর্তন করা হয়েছে। রংপুর জেলা স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে মাহীগঞ্জ কলেজ মাঠে আয়োজন করা হচ্ছে...
৪৩ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর অন্যতম ‘সমন্বয়ক’ সোহেল রানাকে ‘ভুয়া’ বলে আখ্যায়িত করেছে ছাত্রদল। আজ শুক্রবার বেলা ১১টায় নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে সোহেল রানাকে হাতুড়িপেটার অভিযোগও অস্বীকার করেছে রাজশাহী নগর ছাত্রদল...
১ ঘণ্টা আগেদেশের বিভিন্ন অঞ্চল থেকে এক কোটি ৮০ লাখ মানুষের অনুসমর্থনের ভিত্তিতে একটি বিশেষ আইন প্রণয়নের জন্য গত ৪ বছর ধরে আমাদের এই সংগঠন কাজ করছে। গত ১৮ আগস্ট শাহবাগ চত্বরে এক সংহতি সমাবেশের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা বরাবর...
১ ঘণ্টা আগে