কুমিল্লা প্রতিনিধি
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর দুই দেশের জন্যই মঙ্গল বয়ে আনবে। কারণ, প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। ভারতের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে ব্যবসা-বাণিজ্য ও আসা-যাওয়া করতে হবে।’
আজ বুধবার দুপুরে কুমিল্লার দাউদকান্দির হাটখোলা বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে তিন দিনের কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, বীজপ্রযুক্তি ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
এ সময় মন্ত্রী বলেন, ‘নেতিবাচক রাজনীতি স্বাধীন বাংলাদেশে চলে না। আমি সবাইকে নেতিবাচক পথ বাদ দিয়ে ইতিবাচক পথে এসে আলোচনার মাধ্যমে সমাধান করে সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য অনুরোধ করছি।’
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘নির্বাচন হোক, আলোচনা হোক, দেশে নিয়ম আছে, আইন আছে ও সংবিধান আছে। আমাদের নির্বাচন কমিশনও আছে। ফুটবল খেলার রেফারি লাগে, এ জন্য আমাদের রেফারি কমিশন আছে। সেগুলো মানতেই হবে। রেফারি মানবে না বলে যে খেলা চলে না, পৃথিবীতে এমন কোথাও এমনটি চলে না।’
মেলার উদ্বোধন শেষে সরকারি ও বেসরকারি স্টলগুলো ঘুরে দেখেন মন্ত্রী। উক্ত মেলায় ফলজ, কৃষি যন্ত্রপাতি, মাছ ধরার পদ্ধতি, বিভিন্ন বীজের দোকানসহ প্রায় অর্ধশতাধিক স্টল রয়েছে।
সাবেক কৃষিসচিব আনোয়ার ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর দুই দেশের জন্যই মঙ্গল বয়ে আনবে। কারণ, প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। ভারতের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে ব্যবসা-বাণিজ্য ও আসা-যাওয়া করতে হবে।’
আজ বুধবার দুপুরে কুমিল্লার দাউদকান্দির হাটখোলা বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে তিন দিনের কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, বীজপ্রযুক্তি ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
এ সময় মন্ত্রী বলেন, ‘নেতিবাচক রাজনীতি স্বাধীন বাংলাদেশে চলে না। আমি সবাইকে নেতিবাচক পথ বাদ দিয়ে ইতিবাচক পথে এসে আলোচনার মাধ্যমে সমাধান করে সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য অনুরোধ করছি।’
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘নির্বাচন হোক, আলোচনা হোক, দেশে নিয়ম আছে, আইন আছে ও সংবিধান আছে। আমাদের নির্বাচন কমিশনও আছে। ফুটবল খেলার রেফারি লাগে, এ জন্য আমাদের রেফারি কমিশন আছে। সেগুলো মানতেই হবে। রেফারি মানবে না বলে যে খেলা চলে না, পৃথিবীতে এমন কোথাও এমনটি চলে না।’
মেলার উদ্বোধন শেষে সরকারি ও বেসরকারি স্টলগুলো ঘুরে দেখেন মন্ত্রী। উক্ত মেলায় ফলজ, কৃষি যন্ত্রপাতি, মাছ ধরার পদ্ধতি, বিভিন্ন বীজের দোকানসহ প্রায় অর্ধশতাধিক স্টল রয়েছে।
সাবেক কৃষিসচিব আনোয়ার ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।
ছেলের দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাঁর চাচা ও চাচাতো ভাইরা পরিকল্পিতভাবে আয়েশা বেগমকে হত্যা করেছেন। মরদেহের মুখমণ্ডলে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তবে পুলিশ এটিকে স্বাভাবিক মৃত্যু বলে দাবি করেছে।
১৮ মিনিট আগেদেশের অন্যতম ব্যবসায়ী গ্রুপ ট্রান্সকম লিমিটেডের শেয়ার জালিয়াতি করে দখল ও ভুয়া পারিবারিক সেটেলেমেন্ট দলিল তৈরির দুটি মামলায় গ্রুপটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমানসহ ৬ কর্মকর্তার জামিন বাতিল করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিভিশন আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত।
২৪ মিনিট আগেরাজধানীর মিরপুরে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ সাতজনের মধ্যে আব্দুল খলিল (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল। আজ সোমবার সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ৬০২ নম্বর ওয়ার্ডে তিনি মারা যান।
২৭ মিনিট আগেরাজধানীতে বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কা রয়েছে এমন খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট বসিয়েছে। এ সময় ঢাকাগামী বিভিন্ন পরিবহন থামিয়ে যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
৪৩ মিনিট আগে