নোয়াখালীতে পুলিশের অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ২ 

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৩: ০৩
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৪: ৪৬

নোয়াখালীর সদর ও সোনাইমুড়ীতে গতকাল বৃহস্পতিবার রাতে পৃথক অভিযানে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি দেশি পিস্তল, ১০০টি ইয়াবা বড়ি ও ১ কেজি গাঁজা জব্দ করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছেন সোনাইমুড়ী উপজেলার কালিকাপুর গ্রামের ইসমাইল হোসেন (৪৫) এবং একই উপজেলার বজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল মজিদ মজু (৪০)। 

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বলেন, ‘গ্রেপ্তার দুই আসামি মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। ইসমাইলের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং আবদুল মজিদের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।’ 

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে জেলার সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কৃষ্ণারামপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ইসলামিয়া সড়কের ছাবির চেয়ারম্যানবাড়ি সংলগ্ন আবদুল গনি রিংকুর মালিকানাধীন প্রতিষ্ঠান নোয়াখালী বন্ধু ট্রেডার্স থেকে একটি পিস্তল ও ১০০ ইয়াবা বড়িসহ ইসমাইলকে আটক করা হয়। 

অন্যদিকে রাতে গোয়েন্দা পুলিশের আরও একটি দল সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের শাহী মসজিদ এলাকার আকরাম আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ির আবদুল মজিদ মজুর বসতঘর থেকে এক কেজি গাঁজাসহ তাঁকে আটক করা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত