রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি সংঘর্ষে উপজেলা সভাপতিসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বর ও মুন্সিরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য (এমপি) গোলাম আকবর খোন্দকারের অনুসারী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।
দলীয় সূত্রে জানা গেছে, গোলাম আকবর খোন্দকার-সমর্থিত রাউজান উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটির সদস্যদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মতবিনিময় সভা ছিল। সভা শেষে পরিষদ অফিস থেকে মাঠে নামলে সেখানে অবস্থানরত গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের সঙ্গে কথা-কাটাকাটি হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। পরে সেখান থেকে সদরের মুন্সিরঘাটার দিকে দুই পক্ষ আলাদা মিছিল নিয়ে আসে। সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (গোলাম আকবর খোন্দকার-সমর্থিত) আনোয়ার হোসেন বলেন, ‘পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ রাউজানে যোগদান করা ইউএনওর সঙ্গে মতবিনিময় করি। ফেরার পথে কিছু দুষ্কৃতকারী আমাদের ওপর হামলা করে। তাতে আমাদের উপজেলা সভাপতি অধ্যাপক জসিম উদ্দীন চৌধুরীসহ ১০-১২ জন আহত হন। এখনো অনেকের খবর পাচ্ছি না।’
এক প্রশ্নের জবাবে আনোয়ার হোসেন বলেন, ‘হামলাকারীরা নির্দিষ্ট কোনো দলের না, তারা পরিবারকেন্দ্রিক রাজনীতি করে। যখন যে দল আসে, তারা সেই দলের হয়ে কাজ করে। দীর্ঘ ১৭ বছর তারা কোনো আন্দোলন-সংগ্রামে ছিল না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’
জানতে চাইলে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি (গিয়াস উদ্দিন কাদের-সমর্থিত) সাবের সুলতান কাজল বলেন, ‘দীর্ঘদিন আমরা আন্দোলন-সংগ্রাম করে হামলা-মামলার শিকার হয়েছি, ঘরছাড়া হয়েছি। ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশ পুনরায় স্বাধীন হওয়ার পর এলাকায় আসি। দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের সঙ্গে সহাবস্থান করা একটি গোষ্ঠী আওয়ামী লীগকে পুনর্বাসন করার উদ্দেশ্যে আওয়ামী যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে উপজেলা প্রাঙ্গণে আসে।’
সাবের সুলতান কাজল আরও বলেন, ‘আমাদের কিছু নেতা-কর্মী সৌহার্দ্যপূর্ণভাবে উপজেলা প্রাঙ্গণে প্রতিবাদ জানায়। তারা আওয়ামী লীগের কর্মীদের নিয়ে পকেট কমিটি করে। পরে সে কমিটি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করে। এর প্রতিবাদ জানালে তাদের হামলায় আমাদের শহীদ, নবী, রিয়াজ, রাব্বিসহ পাঁচ-ছয়জন আহত হয়।’
এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেন, ‘নবগঠিত কমিটির ইউএনওর সঙ্গে মতবিনিময় করার কথা ছিল। ফেরার পথে কী হয়েছে এখনো অবগত নই।’
এ বিষয়ে জানতে ফোন করা হলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ফোন ধরেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদ বলেন, ‘বিএনপির ৪০ থেকে ৫০ নেতা-কর্মীর একটি গ্রুপ আমাদের সঙ্গে সাক্ষাৎ করেন। উপজেলা প্রাঙ্গণে আজ বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং স্কাউটসের দুটি পৃথক প্রোগ্রাম চলছে। উপজেলা প্রাঙ্গণে কোনো সমস্যা দৃষ্টিগোচর হয়নি।’
জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সফিকুল আলম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির দুই পক্ষের সংঘর্ষের খবর শুনেছি। তবে কোনো পক্ষ এখনো থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি সংঘর্ষে উপজেলা সভাপতিসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বর ও মুন্সিরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য (এমপি) গোলাম আকবর খোন্দকারের অনুসারী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।
দলীয় সূত্রে জানা গেছে, গোলাম আকবর খোন্দকার-সমর্থিত রাউজান উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটির সদস্যদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মতবিনিময় সভা ছিল। সভা শেষে পরিষদ অফিস থেকে মাঠে নামলে সেখানে অবস্থানরত গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের সঙ্গে কথা-কাটাকাটি হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। পরে সেখান থেকে সদরের মুন্সিরঘাটার দিকে দুই পক্ষ আলাদা মিছিল নিয়ে আসে। সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (গোলাম আকবর খোন্দকার-সমর্থিত) আনোয়ার হোসেন বলেন, ‘পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ রাউজানে যোগদান করা ইউএনওর সঙ্গে মতবিনিময় করি। ফেরার পথে কিছু দুষ্কৃতকারী আমাদের ওপর হামলা করে। তাতে আমাদের উপজেলা সভাপতি অধ্যাপক জসিম উদ্দীন চৌধুরীসহ ১০-১২ জন আহত হন। এখনো অনেকের খবর পাচ্ছি না।’
এক প্রশ্নের জবাবে আনোয়ার হোসেন বলেন, ‘হামলাকারীরা নির্দিষ্ট কোনো দলের না, তারা পরিবারকেন্দ্রিক রাজনীতি করে। যখন যে দল আসে, তারা সেই দলের হয়ে কাজ করে। দীর্ঘ ১৭ বছর তারা কোনো আন্দোলন-সংগ্রামে ছিল না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’
জানতে চাইলে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি (গিয়াস উদ্দিন কাদের-সমর্থিত) সাবের সুলতান কাজল বলেন, ‘দীর্ঘদিন আমরা আন্দোলন-সংগ্রাম করে হামলা-মামলার শিকার হয়েছি, ঘরছাড়া হয়েছি। ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশ পুনরায় স্বাধীন হওয়ার পর এলাকায় আসি। দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের সঙ্গে সহাবস্থান করা একটি গোষ্ঠী আওয়ামী লীগকে পুনর্বাসন করার উদ্দেশ্যে আওয়ামী যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে উপজেলা প্রাঙ্গণে আসে।’
সাবের সুলতান কাজল আরও বলেন, ‘আমাদের কিছু নেতা-কর্মী সৌহার্দ্যপূর্ণভাবে উপজেলা প্রাঙ্গণে প্রতিবাদ জানায়। তারা আওয়ামী লীগের কর্মীদের নিয়ে পকেট কমিটি করে। পরে সে কমিটি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করে। এর প্রতিবাদ জানালে তাদের হামলায় আমাদের শহীদ, নবী, রিয়াজ, রাব্বিসহ পাঁচ-ছয়জন আহত হয়।’
এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেন, ‘নবগঠিত কমিটির ইউএনওর সঙ্গে মতবিনিময় করার কথা ছিল। ফেরার পথে কী হয়েছে এখনো অবগত নই।’
এ বিষয়ে জানতে ফোন করা হলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ফোন ধরেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদ বলেন, ‘বিএনপির ৪০ থেকে ৫০ নেতা-কর্মীর একটি গ্রুপ আমাদের সঙ্গে সাক্ষাৎ করেন। উপজেলা প্রাঙ্গণে আজ বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং স্কাউটসের দুটি পৃথক প্রোগ্রাম চলছে। উপজেলা প্রাঙ্গণে কোনো সমস্যা দৃষ্টিগোচর হয়নি।’
জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সফিকুল আলম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির দুই পক্ষের সংঘর্ষের খবর শুনেছি। তবে কোনো পক্ষ এখনো থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
শেরপুর সদরে বিনা মূল্যে বিতরণের জন্য নির্ধারিত ট্রাকভর্তি মাধ্যমিক পর্যায়ের ৯ হাজার বই জব্দ করা হয়েছে। এ ঘটনায় কুড়িগ্রামের রৌমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের এক পিয়নকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে ওই পিয়নকে আটক করা হয়। এ ছাড়া ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করেছে উপজেলা প্রশাসন।
২ মিনিট আগেজুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিশেষ প্রদর্শনী ‘জুলাই-জাগরণ’ শুরু হবে আগামীকাল শুক্রবার। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে শুক্রবার বিকেল ৪টায় প্রদর্শনীটির উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ, ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই
৫ মিনিট আগেমেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশনে স্বতন্ত্র আইন ও বিধিমালার দাবি জানিয়েছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। একই সঙ্গে রেজিস্ট্রেশন ফি কমানোর দাবিও জানিয়েছেন তারা। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ
৬ মিনিট আগেপরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, মানুষের বাঁচার জন্য প্রয়োজন নির্মল বাতাস, পানি ও মাটি। শুধু চকচকে বাড়ি বা বিলাসবহুল গাড়ি দিয়ে টিকে থাকা সম্ভব নয়...
১০ মিনিট আগে