নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে গতকাল শনিবার রাতভর ও আজ রোববার সকাল থেকে অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতাসহ প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন ২৯টি কেন্দ্রে এক ঘণ্টা পরে চলমান এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। এর মধ্যে মহানগরীর সব কটি কেন্দ্র এবং হাটহাজারী উপজেলার দুটি কেন্দ্র রয়েছে।
রোববার সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও ২৯টি কেন্দ্রে এক ঘণ্টা পিছিয়ে ১১টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ভারী বৃষ্টিতে সার্বিক ভোগান্তির কথা মাথায় রেখেই পরীক্ষা এক ঘণ্টা পেছানো হয়েছে, যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে।’
শিক্ষা বোর্ডের তথ্যমতে, দেশের তিনটি শিক্ষা বোর্ড ছাড়া বাকি সব বোর্ডে গত ১৭ আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা ১০ দিন পিছিয়ে আজ রোববার থেকে শুরু হয়েছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে ৭৫ নম্বরের পরীক্ষার মধ্য দিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হলো।
করোনা মহামারিকাল পেরিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসের এইচএসসি পরীক্ষায় এবার চট্টগ্রাম মহানগরী ও পাঁচ জেলা থেকে অংশ নিচ্ছে ১ লাখ ২ হাজার ৪৬৮ জন শিক্ষার্থী। গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে প্রায় ৮ হাজার। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম মহানগর ও জেলা, তিন পার্বত্য জেলা ও কক্সবাজারের কলেজগুলোতে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ২৭৯টি কলেজ থেকে এবার ১ লাখ ২ হাজার ৪৬৮ জন পরীক্ষায় অংশ নিচ্ছে। চট্টগ্রাম মহানগরসহ জেলার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭২ হাজার ৬২০ জন। কক্সবাজার জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ৩২১, রাঙামাটিতে ৫ হাজার ৫৪০, খাগড়াছড়িতে ৭ হাজার ১০৮ জন ও বান্দরবান জেলায় ৩ হাজার ৮৭৯ জন।
এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, ‘চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মোট পরীক্ষাকেন্দ্র ১১৩টি। সব কেন্দ্রের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। মহানগরে মোট কেন্দ্র রয়েছে ২৭টি। ’
চট্টগ্রামে গতকাল শনিবার রাতভর ও আজ রোববার সকাল থেকে অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতাসহ প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন ২৯টি কেন্দ্রে এক ঘণ্টা পরে চলমান এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। এর মধ্যে মহানগরীর সব কটি কেন্দ্র এবং হাটহাজারী উপজেলার দুটি কেন্দ্র রয়েছে।
রোববার সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও ২৯টি কেন্দ্রে এক ঘণ্টা পিছিয়ে ১১টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ভারী বৃষ্টিতে সার্বিক ভোগান্তির কথা মাথায় রেখেই পরীক্ষা এক ঘণ্টা পেছানো হয়েছে, যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে।’
শিক্ষা বোর্ডের তথ্যমতে, দেশের তিনটি শিক্ষা বোর্ড ছাড়া বাকি সব বোর্ডে গত ১৭ আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা ১০ দিন পিছিয়ে আজ রোববার থেকে শুরু হয়েছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে ৭৫ নম্বরের পরীক্ষার মধ্য দিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হলো।
করোনা মহামারিকাল পেরিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসের এইচএসসি পরীক্ষায় এবার চট্টগ্রাম মহানগরী ও পাঁচ জেলা থেকে অংশ নিচ্ছে ১ লাখ ২ হাজার ৪৬৮ জন শিক্ষার্থী। গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে প্রায় ৮ হাজার। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম মহানগর ও জেলা, তিন পার্বত্য জেলা ও কক্সবাজারের কলেজগুলোতে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ২৭৯টি কলেজ থেকে এবার ১ লাখ ২ হাজার ৪৬৮ জন পরীক্ষায় অংশ নিচ্ছে। চট্টগ্রাম মহানগরসহ জেলার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭২ হাজার ৬২০ জন। কক্সবাজার জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ৩২১, রাঙামাটিতে ৫ হাজার ৫৪০, খাগড়াছড়িতে ৭ হাজার ১০৮ জন ও বান্দরবান জেলায় ৩ হাজার ৮৭৯ জন।
এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, ‘চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মোট পরীক্ষাকেন্দ্র ১১৩টি। সব কেন্দ্রের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। মহানগরে মোট কেন্দ্র রয়েছে ২৭টি। ’
দেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
১ ঘণ্টা আগেদুই দিনের মধ্যে ভোজ্যতেলের সংকট কেটে যাবে—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টার দেওয়া দুই দিন কেটে গেছে, কিন্তু কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ও সুপারশপগুলো ঘুরে অধিকাংশ জায়গায় বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগেরাজশাহীতে রিকশাচালককে জুতাপেটা করে সাময়িক বরখাস্ত হওয়া পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। কিন্তু এসব বিষয়ে কোনো তদন্ত হয়নি। ফলে বারবার পার পেয়ে গেছেন
২ ঘণ্টা আগেমাসালা দোসা, হায়দরাবাদি চিকেনসহ বিদেশি স্বাদের খাবার যেমন আছে, তেমনি রয়েছে দেশের প্রচলিত ইফতার—ছোলা, মুড়ি, বেগুনি। নানান স্বাদের বাহারি ইফতারসামগ্রী স্তরে স্তরে সাজানো। রকমারি এসব ইফতার নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রয়কর্মীরা। তবে ক্রেতা তুলনামূলক কম।
২ ঘণ্টা আগে