চট্টগ্রামের ১৯টি বেসরকারি ডিপোতে বাড়ানো হয়েছে সার্ভিস চার্জ

পার্বত্য চট্টগ্রাম প্রতিনিধি 
প্রকাশ : ১০ নভেম্বর ২০২১, ২২: ০০

রপ্তানিমুখী পোশাক শিল্পের ব্যয় আরও এক দফা বাড়ল। আজ বুধবার শিল্পের শতভাগ আমদানি ও রপ্তানি পণ্য জাহাজিকরণের কাজে ব্যবহৃত চট্টগ্রামের ১৯টি বেসরকারি ডিপোতে সার্ভিস চার্জ বাড়ানো হয়েছে। বেসরকারি ডিপো মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশন (বিকডা) থেকে এ চার্জ বাড়ানো হয়। 

 
বিজিএমইএ এর সহসভাপতি মো. রাকিবুল আলম বলেন, গত কয়েক দিনের চলমান ধর্মঘটের কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে। আজ থেকে আবার বেসরকারি ডিপোগুলোতে সার্ভিস চার্জ বাড়ানো হয়েছে। ফলে আমাদের এ ব্যবসা টিকিয়ে রাখা দুষ্কর হয়ে উঠেছে। 
 
চার্জ বাড়ানো প্রসঙ্গে বেসরকারি ডিপো মালিকদের সংগঠন বিকডার মহাসচিব মো. রুহুল আমিন সিকদার বলেন, ডিজেলে মূল্য বৃদ্ধির কারণে আমাদের যেসব ইকুইপমেন্ট ডিজেল চালিত সেসব ইকুইপমেন্টে চার্জ বাড়ানো হয়েছে। পাঁচ ধরনের সেবার মধ্যে ২০ ফুট কন্টেইনারের জন্য ইমপোর্ট হ্যান্ডেলিং প্যাকেজ চার্জ পূর্বে ৭ হাজার ৯৩০ টাকা ছিল। এখন তা ২৩ শতাংশ বাড়িয়ে ৯ হাজার ৭৪৫ টাকা করা হয়েছে। ৪০ ফুট কন্টেইনার ৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার ২৫০ টাকা করা হয়। 

এ ছাড়া এক্সপোর্ট স্টাফিং প্যাকেজ ৪ হাজার ১৪০ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার ৯২ টাকা নির্ধারণ করা হয়েছে। এক্সপোর্ট ৪০ ফুট কন্টেইনার স্টাফিং ৫ হাজার ৫২০ টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার ৭৯০ বাড়ানো হয়। একইভাবে লিফট অন-অফ চার্জ ২৩ শতাংশ বাড়িয়ে ৩৪৫ টাকা থেকে ৪২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ভিজিএম চার্জ ১ হাজার ১৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪১৫ টাকা করা হয়। 
 
এ বিষয়ে সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স ফাল্গুনী এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল খান বলেন, দেশের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে সব সেক্টরে প্রভাব পড়েছে। সর্বশেষ বেসরকারি ডিপোগুলোতেও সার্ভিস চার্জ বাড়ানো হয়েছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত