Ajker Patrika

টেকনাফে ৩ কেজি আইসসহ মিয়ানমারের ২ নাগরিক আটক

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ৩১ মে ২০২৪, ১২: ৪৯
টেকনাফে ৩ কেজি আইসসহ মিয়ানমারের ২ নাগরিক আটক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৩ কেজি ১০০ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) মিয়ানমারের দুজন নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার মেরিন ড্রাইভ সড়কে এই অভিযান চালানো হয়।

আজ শুক্রবার সকালে বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এ তথ্য জানিয়েছেন।

আটক ব্যক্তিরা হলেন মিয়ানমারের মংডু মুন্নিপাড়ার বাসিন্দা মো. আলম (১৯) ও মো. আয়াছ (২১)।

লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মেরিন ড্রাইভ সড়কে বিজিবির টহল দল অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করে। বিকেল সাড়ে ৫টার দিকে শাহপরীর দ্বীপ থেকে হাজমপাড়াগামী একটি অটোরিকশা চেকপোস্টের কাছে এলে তল্লাশির জন্য থামানো হয়। অটোরিকশাটি তল্লাশিকালে পেছনে দুজন যাত্রীর আচরণ সন্দেহজনক হলে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাঁদের হাতে থাকা ব্যাগ থেকে ৩ কেজি ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়।

জব্দ মাদক ও আটক দুজনকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বোনের বাড়িতে ‘ধর্ষণের’ শিকার: ২৪ ঘণ্টা পরও অচেতন শিশু, মূর্ছা যাচ্ছেন মা

আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত