Ajker Patrika

কুমিল্লায় ছাত্র আন্দোলনের সভাস্থলে ককটেল বিস্ফোরণ

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ২২: ১৯
কুমিল্লায় ছাত্র আন্দোলনের সভাস্থলে ককটেল বিস্ফোরণ

কুমিল্লা শহরের টাউন হল মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভাস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ মঙ্গলবার বিকেল ৪টায় সভা শুরুর আগে এ ঘটনা ঘটে। 

পরে সভা শান্তিপূর্ণভাবে শেষ হয়। সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদসহ কেন্দ্রীয় সমন্বয়কেরা উপস্থিত ছিলেন। 

প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী জানান, মতবিনিময় সভা শুরুর আগে হঠাৎ করেই টাউন হলের পশ্চিম পাশের একটি ভবনের পাশ থেকে কয়েকজন এসে একে একে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে পুলিশ ও স্বেচ্ছাসেবক শিক্ষার্থীরা ককটেলগুলোর পরিত্যক্ত অংশ উদ্ধার করে। 

তাদের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা পক্ষ এই সভা বানচাল করার জন্য এটি ঘটিয়েছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাস্থলে ককটেল বিস্ফোরণ। ছবি: সংগৃহীতএ বিষয়ে জানতে কয়েকজন সমন্বয়কদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করে সাড়া পাওয়া যায়নি। 

কোতোয়ালি মডেল থানার তদন্ত কর্মকর্তা শিবেন বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘টাউন হল মাঠে ককটেল বা পটকা জাতীয় কিছু একটা ফোটানো হয়েছে জেনেছি। ঘটনা স্থলে গিয়ে আমরা কিছু পাইনি। আর এ বিষয়ে কোন ছাত্র বা অন্য কেউ কোনো অভিযোগ করেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত