Ajker Patrika

চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে চবি শিক্ষার্থীদের মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৪: ৫৭
চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে চবি শিক্ষার্থীদের মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে এবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। আজ রোববার সকাল ১০টায় শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন শুরু হয়, যা দুপুর ১টা পর্যন্ত চলে।

এই সময় তারা রংবেরঙের প্ল্যাকার্ড প্রদর্শন করেন। প্ল্যাকার্ডে লেখা ছিল—‘চলছে খেলা চলবে, চারুকলা লড়বে। চারুকলা ক্যাম্পাসে চাই, কলেজ নয় বিশ্ববিদ্যালয় চাই। প্রশাসনের টালবাহানা মানি না, মানব না। চারুকলার ঠিকানা, ২১০০ একর জানে না।’

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, এত দিন তারা শহরের ক্যাম্পাসে আন্দোলন চালিয়েছেন। শহরের ক্যাম্পাস বন্ধ হওয়ায় এখন তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই আন্দোলন করছেন। তারা মূল ক্যাম্পাসেই ফিরতে অনড়।

আন্দোলনরত চারুকলার স্নাতকোত্তর বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ শহীদ বলেন, ‘আমাদের দাবি চারুকলাকে ক্যাম্পাসে স্থানান্তর করা। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী আমরা শহরের ক্যাম্পাস ও হোস্টেল ছেড়ে দিয়েছি। তবে আমরা আমাদের দাবিতে অনড় আছি।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন।মোহাম্মদ শহীদ আরও বলেন, ‘আন্দোলনের ৯৫ দিনে সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করতেই আমরা মূল ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করছি। তবে আমরা আমাদের কর্মসূচি পরবর্তীতে কী হবে, কীভাবে হবে তা শিগগিরই জানাব।’

চবির চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছেন শিক্ষার্থীরা। তবে সম্প্রতি শিক্ষার্থীদের আরেকটা অংশ ক্লাসে ফেরার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেয়।

এর আগে গত বছরের ২ নভেম্বর থেকে ২২ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ও ক্লাস বর্জন শুরু করেন শিক্ষার্থীরা। প্রশাসন দাবি মানতে ইতিবাচক সাড়া দিলেও পরে ২২ দফা দাবি মূল ক্যাম্পাসে ফেরার এক দফা দাবিতে রূপ নেয়।

শিক্ষার্থীদের বক্তব্য, মূল ক্যাম্পাস ছাড়া তাঁদের এই ২২ দফা দাবির সবগুলো পূরণ করা সম্ভব নয়। এর বাইরে ১১ বছর ধরে দৃশ্যমান কোনো সংস্কার কিংবা অগ্রগতি তাঁরা দেখেননি। তাই মূল ক্যাম্পাস থেকে বিচ্ছিন্ন হয়ে তাঁরা আর থাকতে চান না।

আন্দোলনের বিষয়ে ২১ জানুয়ারি শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী। পরদিন দ্বিতীয় দফায় জেলা প্রশাসক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির শিক্ষার্থীদের আশ্বাস দিলে তাঁরা আন্দোলন এক সপ্তাহের জন্য স্থগিত করে খোলা মাঠে ক্লাস করার সিদ্ধান্ত নেন। তবে এক সপ্তাহের মধ্যে সংকট নিরসনে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি দাবি করে গত মঙ্গলবার থেকে আবার আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

চবির মূল ক্যাম্পাস শহর থেকে ২২ কিলোমিটার দূরে হাটহাজারীতে অবস্থিত। ২০১০ সালে চবি চারুকলা বিভাগ ও চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজকে একীভূত করার মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১১ সালের ২ ফেব্রুয়ারি নগরীর বাদশাহ মিয়া চৌধুরী সড়কে বর্তমান চারুকলা ইনস্টিটিউটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত