কুমিরায় নতুন রেল স্টেশন উদ্বোধন করবেন সাংসদ ফজলে করিম চৌধুরী

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২২: ৩৫

যাত্রী সেবার মান বাড়াতে ২৬ স্টেশন আধুনিকায়ন করছে রেলওয়ে পূর্বাঞ্চল। আধুনিকায়নের কাজ শেষ হলে নতুন রূপ পাবে এসব স্টেশন। আগামীকাল বুধবার সকাল ১১টায় চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) কুমিরা স্টেশনে আধুনিকায়নের কাজ উদ্বোধন করা হবে।

উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের এমপি ফজলে করিম চৌধুরী।

কুমিরা স্টেশনে যাত্রীদের সুবিধার জন্য প্ল্যাটফর্ম উঁচুকরণ, নতুন স্টেশন ভবন নির্মাণ, এক্সেস কন্ট্রোল, স্টেশন অ্যাপ্রোচ রোড এবং প্ল্যাটফর্ম শেড নির্মাণের উদ্বোধন করবেন তিনি। 

সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, দেশে রেল উন্নয়নের কাজ চলছে। আমরা কাপ্তাই পর্যন্ত রেল নিয়ে যাব। রামগড় স্থলবন্দর পর্যন্ত রেলপথ নিয়ে যেতে চাই। ভবিষ্যতে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে রেলপথ নিয়ে যাব। সেবার মান আরও বাড়িয়ে সারা দেশে কানেকটিভিটি ছড়িয়ে দেব।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত