নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের খুলশীতে একটি নির্মাণাধীন ভবনের মালিককে হত্যার পর মরদেহ গুমের চেষ্টার মামলায় ওই ভবনের নিরাপত্তা কর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত আসামির উপস্থিতিতে এই রায় দেন।
দণ্ডিত ব্যক্তি মো. হাসান (৪৫) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আদর্শ পাড়া গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ২০২১ সালে খুলশীতে নেজাম পাশা (৬৫) নামের এক ভবন মালিককে হত্যার ঘটনায় আসামির বিরুদ্ধে পৃথক দুটি ধারায় মামলা রুজু হয়। ওই মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
একই সঙ্গে ২০১ ধারায় আসামিকে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানামূলে পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৯ সালে সৌদি আরব থেকে দেশে ফিরে নেজাম পাশা খুলশী থানাধীন জমির হাউজিং সোসাইটির ভিআইপি কাঁচা সড়কে একটি ভবন নির্মাণের কাজ শুরু করেন। তাঁর বাড়ি ফটিকছড়ি পৌরসভার ধুরং এলাকার বাসিন্দা। ওই ভবনের নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল একই উপজেলার বাসিন্দা আসামি হাসানকে।
এ সময় হাসান নির্মাণকাজে তাঁর পছন্দের লোকজনকে নিয়োগ দেওয়ার জন্য নেজামকে বিভিন্ন সময় চাপ দিতেন। এ নিয়ে মনোমালিন্য হওয়ায় হাসানকে কাজে রাখবেন না বলে জানিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে হাসান ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর মো. নেজাম পাশাকে পরিকল্পিতভাবে হত্যা করে তাঁর লাশ গুমের চেষ্টা করেন।
এ ঘটনায় খুলশী থানায় নিহতের স্ত্রী সেলিনা ইয়াসমিন বাদী হয়ে হাসানকে আসামি করে মামলা দায়ের করেন।
২০২২ সালের ২৩ জানুয়ারি আদালতে হাসানকে একমাত্র আসামি করে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন। একই বছরের ১৯ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এই মামলায় মোট ১৬ জনের সাক্ষ্য নেওয়া হয়।
চট্টগ্রাম নগরের খুলশীতে একটি নির্মাণাধীন ভবনের মালিককে হত্যার পর মরদেহ গুমের চেষ্টার মামলায় ওই ভবনের নিরাপত্তা কর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত আসামির উপস্থিতিতে এই রায় দেন।
দণ্ডিত ব্যক্তি মো. হাসান (৪৫) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আদর্শ পাড়া গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ২০২১ সালে খুলশীতে নেজাম পাশা (৬৫) নামের এক ভবন মালিককে হত্যার ঘটনায় আসামির বিরুদ্ধে পৃথক দুটি ধারায় মামলা রুজু হয়। ওই মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
একই সঙ্গে ২০১ ধারায় আসামিকে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানামূলে পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৯ সালে সৌদি আরব থেকে দেশে ফিরে নেজাম পাশা খুলশী থানাধীন জমির হাউজিং সোসাইটির ভিআইপি কাঁচা সড়কে একটি ভবন নির্মাণের কাজ শুরু করেন। তাঁর বাড়ি ফটিকছড়ি পৌরসভার ধুরং এলাকার বাসিন্দা। ওই ভবনের নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল একই উপজেলার বাসিন্দা আসামি হাসানকে।
এ সময় হাসান নির্মাণকাজে তাঁর পছন্দের লোকজনকে নিয়োগ দেওয়ার জন্য নেজামকে বিভিন্ন সময় চাপ দিতেন। এ নিয়ে মনোমালিন্য হওয়ায় হাসানকে কাজে রাখবেন না বলে জানিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে হাসান ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর মো. নেজাম পাশাকে পরিকল্পিতভাবে হত্যা করে তাঁর লাশ গুমের চেষ্টা করেন।
এ ঘটনায় খুলশী থানায় নিহতের স্ত্রী সেলিনা ইয়াসমিন বাদী হয়ে হাসানকে আসামি করে মামলা দায়ের করেন।
২০২২ সালের ২৩ জানুয়ারি আদালতে হাসানকে একমাত্র আসামি করে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন। একই বছরের ১৯ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এই মামলায় মোট ১৬ জনের সাক্ষ্য নেওয়া হয়।
পশ্চিম শিবরামপুর কোম্পানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিশোরী দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। এই ঘটনায় পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
১৭ মিনিট আগেপিস্তল–গুলিসহ বাগেরহাটের রামপালে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার কালীগঞ্জ বাজারের একটি রাইস মিল থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে এক রাউন্ড পিস্তলের গুলি ও ২৫ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। আজ (শনিবার) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
১৮ মিনিট আগেজনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৫০ শতাংশ কোটা প্রশাসন ক্যাডারের জন্য বরাদ্দ রাখা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ড. মুহম্মদ মফিজুর রহমান।
২০ মিনিট আগেখুলনার বটিয়াঘাটা উপজেলার বিরাট গ্রামের সুবিধাবঞ্চিত নারীদের জীবনে পরিবর্তনের আশা জাগাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের উদ্যোগ ‘প্রজেক্ট সমৃদ্ধি’। পুরোনো কাপড় আর পাটের সৃজনশীল ব্যবহারের মাধ্যমে শুধু পরিবেশবান্ধব পণ্য তৈরি নয় নারীদের স্বাবলম্বী করার পথ দেখাচ্ছে। পাশাপাশি, শিশুদের সৃজনশীল
২১ মিনিট আগে