Ajker Patrika

নোয়াখালীতে পুকুরে মিলল ইলিশ

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ২৪
নোয়াখালীতে পুকুরে মিলল ইলিশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার এক পুকুরে জাল ফেলার পর পাওয়া গেছে জীবন্ত ইলিশ। এদিকে পুকুরে ইলিশ পাওয়ায় চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। অনেকে একনজর মাছটি দেখতে ভিড় করেন।

আজ শনিবার সকালে চর ফকিরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভূমিহীন মার্কেট এলাকার আবু নাছের সজীবের পুকুরে জাল ফেললে ইলিশটি পাওয়া যায়। 

আবু নাছের সজীব বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে মসজিদের পাশের আমার পুকুরটিতে মাছ ধরতে সেচ মেশিন বসানো হয়। আজ সকালে পুকুরের পানি কমে এলে জাল ফেলা হয়। তখন রুই, কাতল, তেলাপিয়াসহ অন্য মাছের সঙ্গে জালে উঠে আসে একটি ইলিশ মাছ। ইলিশটির ওজন প্রায় ৬০০ গ্রাম। মাছটির আকার, আকৃতি, রং সবকিছু দেখতে ইলিশের মতো হওয়ায় আমরা ধারণা করছি একটি ইলিশ মাছ।’ 

আবদুল হামিদ নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘এটি একটি ইলিশ মাছ। বাজারে যে ইলিশ মাছগুলো বিক্রি করা হয়, এটি দেখতে ঠিক তেমনই।’ 

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ‘এটি ইলিশ। এটা ছবি দেখে মোটামুটি আমরা নিশ্চিত। চর ফিকরা ও চর এলাহী ইউনিয়নের পাশে মেঘনা ও ছোট ফেনী নদী রয়েছে। হয়তো কোনো একসময় জোয়ারের পানিতে ইলিশটি পুকুরে ঢুকে পড়েছিল। তার পর থেকে আর বের হতে পারেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত