চার জেলায় সড়কে ঝরল ৬ জনের প্রাণ

আজকের পত্রিকা ডেস্ক­
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ১৯: ১২
Thumbnail image
প্রতীকী ছবি

দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ও আগের দিন বুধবার এসব দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

কক্সবাজারের উখিয়ায় বাসচাপায় মোটরসাইকেলের চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ দুপুরে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের থাইংখালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন–সাতক্ষীরা খলিশখালী এলাকার লিটন গাজী (১৮) ও উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর রহমান (১৮)। শাহপরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

অপরদিকে জেলার ইদগাঁও উপজেলায় মাইক্রোবাসচাপায় মোহাম্মদ আরমান (২৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী সাইন বোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরমান চকরিয়ার গর্জনতলী গ্রামের বাসিন্দা।

খাগড়াছড়িতে ট্রাকচাপায় মো. ফিরোজ (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ সকালে জিরো মাইলসংলগ্ন এলাকায় আলুটিলায় ওঠার মুখে খাগড়াছড়ি চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাঁর বাড়ি বান্দরবানের লামায়।

ঝিনাইদহ সদরের হাটগোপালপুর বাজারে বাসের ধাক্কায় লিয়াকত হোসেন (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ সকালে এ দুর্ঘটনা ঘটে।

বরিশালের গৌরনদীতে বাসচাপায় রিফাত হোসেন (৩৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ বেলা সোয়া ১১টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভূরঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রিফাতের বাড়ি বরিশালের হিজলা উপজেলার গোবিন্দপুর গ্রামে।

এ ছাড়া মাদারীপুরের শিবচরে বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ উপজেলার মুন্সীর বাজার এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমালোচকদের ধুয়ে দিলেন রোহিত

আজহারীর মাহফিলে অসংখ্য মানুষের স্বর্ণালংকার-মোবাইল খোয়া, থানায় জিডির হিড়িক

মানিকগঞ্জে বিএনপি নেতার বাড়ি ভাঙচুর মামলায় গ্রেপ্তার আসামির ঢামেকে মৃত্যু

টিউলিপকে লন্ডনের ফ্ল্যাটদাতা কে এই মোতালিফ, কীভাবে তিনি হাসিনা-ঘনিষ্ঠ

টিউলিপ সিদ্দিককে বিনামূল্যে লন্ডনে ফ্ল্যাট দেন আ.লীগ সরকার-ঘনিষ্ঠ ব্যবসায়ী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত