সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্ত তিন মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১১টায় চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের পরিচালক (প্রশাসন) মো. নুরুল হক।
তিনি আজকের পত্রিকাকে জানান, গত শনিবার সকালে ডেঙ্গু আক্রান্ত ওই নারী হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন থাকাকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল বিকেলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়।
অন্তঃসত্ত্বা ওই নারীর নাম বিবি আলমাস (৩৫)। তিনি উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাটের খাদেমপাড়া এলাকার জানে আলমের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে জানান, সপ্তাহখানেক আগে জ্বরে আক্রান্ত হন গৃহবধূ বিবি আলমাস। এরপর পরীক্ষা-নিরীক্ষায় তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। বাড়িতে চিকিৎসাধীন থাকাকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্ত তিন মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১১টায় চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের পরিচালক (প্রশাসন) মো. নুরুল হক।
তিনি আজকের পত্রিকাকে জানান, গত শনিবার সকালে ডেঙ্গু আক্রান্ত ওই নারী হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন থাকাকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল বিকেলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়।
অন্তঃসত্ত্বা ওই নারীর নাম বিবি আলমাস (৩৫)। তিনি উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাটের খাদেমপাড়া এলাকার জানে আলমের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে জানান, সপ্তাহখানেক আগে জ্বরে আক্রান্ত হন গৃহবধূ বিবি আলমাস। এরপর পরীক্ষা-নিরীক্ষায় তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। বাড়িতে চিকিৎসাধীন থাকাকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লায়েককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ঢাকার একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগেঅন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে ও তার গুরুত্ব তুলে ধরতে বিভিন্ন ধর্ম, বর্ণ, লিঙ্গ, মত, জাতিসত্তার মানুষ নিয়ে সাংস্কৃতিক আয়োজন করেছে গণতান্ত্রিক নাগরিক কমিটি। রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ শনিবার বিকেলে ‘বৈচিত্র্যের ঐক্য’ শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
১৬ মিনিট আগেনিউ এইজ পত্রিকার সম্পাদক নূরুল কবিরকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানি করার অভিযোগ উঠেছে। আজ শনিবার তিনি এক ফেসবুক পোস্টে এ অভিযোগ করেছেন।
৩২ মিনিট আগেপিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তিন শিক্ষার্থীর একজন মীর মোজাম্মেল হোসেন নাঈম (২৩)। তার এমন আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। শোকের স্তব্ধ পরিবার ও প্রতিবেশীরা।
৩৪ মিনিট আগে