আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম
আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে গেছেন তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা। ৫ আগস্টের পর থেকে তাঁদের কার্যালয়ে দেখা যাচ্ছে না। এতে জেলা পরিষদগুলোর কার্যক্রম ব্যাহত হচ্ছে। এদিকে, নতুন পরিষদ গঠনের প্রক্রিয়া শুরু করেছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়।
রাঙামাটি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুর উদ্দিন মুহাম্মদ শিবলী নোমান আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে অংসুই প্রু চৌধুরী পদত্যাগ করেছেন। চেয়ারম্যান ও সদস্যরা না আসায় কাজে বিঘ্ন হচ্ছে। প্রধান নির্বাহীর স্বাক্ষরে ১০ হাজার টাকার বেশি বিল-ভাউচার পরিশোধ করা যাচ্ছে না।’
স্থানীয়রা জানান, পার্বত্য জেলা পরিষদগুলোতে নির্বাচন হওয়ার কথা থাকলেও গত তিন যুগে হয়নি। দল মনোনীত প্রতিনিধিদের দিয়ে চলছিল কার্যক্রম। এতে স্বচ্ছতা ও জবাবদিহি না থাকায় মানুষের আস্থা অর্জন করতে পারেননি তাঁরা। পার্বত্য চুক্তি অনুযায়ী স্থায়ী বাসিন্দাদের নিয়ে পৃথক ভোটার তালিকা প্রণয়ন ও নির্বাচন বিধিমালা তৈরি না হওয়ায় নির্বাচন হচ্ছে না।
তিন পার্বত্য জেলা পরিষদ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড়ের শাসন পদ্ধতিতে স্বচ্ছতা, গতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করতে ১৯৮৯ সালে পাহাড়ি সম্প্রদায় থেকে একজনকে চেয়ারম্যান করে ৩৪ সদস্যের স্থানীয় সরকার পরিষদ গঠন করা হয়। ১৯৮৯ সালের ২৫ জুন তিন বছর মেয়াদের জন্য এসব পরিষদের একবার নির্বাচন হয়েছিল। পরে পাঁচ বছর মেয়াদ বাড়ানো হয়। এরপর আর কোনো নির্বাচন হয়নি।
১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের পর স্থানীয় সরকার পরিষদের পরিবর্তে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান নামে পার্বত্য জেলা পরিষদ নামকরণ করে একজন পাহাড়ি ব্যক্তিকে চেয়ারম্যান ও চারজন সদস্য করে অন্তর্বর্তী পরিষদ গঠন করা হয়। তবে একই বছরে বান্দরবানের এক পাহাড়ি ব্যক্তি পরিষদগুলোতে নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় হাইকোর্টের রিট করলে তিন মাসের মধ্যে পরিষদের নির্বাচন অথবা পরিষদের প্রথম নির্বাচিত কমিটির কাছে ক্ষমতা হস্তান্তরের রায় হয়। কিন্তু সরকার ওই রায়ের কার্যকারিতার বিরুদ্ধে দফায় দফায় আপিল করে নির্বাচন অনুষ্ঠানের মেয়াদ বাড়ায়। ফলে যে সরকারই ক্ষমতায় আসে, সেই সরকারেরই মনোনীত দলীয় লোকজন দিয়ে অন্তর্বর্তী পরিষদের কার্যক্রম চলে আসছে বলে স্থানীয়রা জানান।
২০১৪ সালে সর্বশেষ তিন পার্বত্য পরিষদের আইন সংশোধন করে তিন পার্বত্য জেলা পরিষদকে পুনর্গঠন করে একজন চেয়ারম্যানসহ ১৫ সদস্যের অন্তর্বর্তী পরিষদ গঠন করে সরকার। এতে আওয়ামী লীগ মনোনীত ব্যক্তিদের নিয়ে পরিষদের কার্যক্রম চলছিল।
এদিকে, ৫ আগস্টের পর তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা পলাতক। তবে, ৩ সেপ্টেম্বর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অংসুই প্রু চৌধুরী। খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু ও বান্দরবানের জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা এবং সদস্যরা কাগজে-কলমে বহাল রয়েছেন।
দেড় মাস ধরে তিন জেলা পরিষদে কার্যক্রম ব্যাহত হওয়ার কথা আজকের পত্রিকাকে স্বীকার করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম শামিমুল হক। তিনি বলেন, ‘আমরা নতুন পরিষদ গঠনের প্রক্রিয়া শুরু করেছি। দ্রুত পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ও সদস্য পাব, এরপরই সংকট কেটে যাবে।’
আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে গেছেন তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা। ৫ আগস্টের পর থেকে তাঁদের কার্যালয়ে দেখা যাচ্ছে না। এতে জেলা পরিষদগুলোর কার্যক্রম ব্যাহত হচ্ছে। এদিকে, নতুন পরিষদ গঠনের প্রক্রিয়া শুরু করেছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়।
রাঙামাটি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুর উদ্দিন মুহাম্মদ শিবলী নোমান আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে অংসুই প্রু চৌধুরী পদত্যাগ করেছেন। চেয়ারম্যান ও সদস্যরা না আসায় কাজে বিঘ্ন হচ্ছে। প্রধান নির্বাহীর স্বাক্ষরে ১০ হাজার টাকার বেশি বিল-ভাউচার পরিশোধ করা যাচ্ছে না।’
স্থানীয়রা জানান, পার্বত্য জেলা পরিষদগুলোতে নির্বাচন হওয়ার কথা থাকলেও গত তিন যুগে হয়নি। দল মনোনীত প্রতিনিধিদের দিয়ে চলছিল কার্যক্রম। এতে স্বচ্ছতা ও জবাবদিহি না থাকায় মানুষের আস্থা অর্জন করতে পারেননি তাঁরা। পার্বত্য চুক্তি অনুযায়ী স্থায়ী বাসিন্দাদের নিয়ে পৃথক ভোটার তালিকা প্রণয়ন ও নির্বাচন বিধিমালা তৈরি না হওয়ায় নির্বাচন হচ্ছে না।
তিন পার্বত্য জেলা পরিষদ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড়ের শাসন পদ্ধতিতে স্বচ্ছতা, গতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করতে ১৯৮৯ সালে পাহাড়ি সম্প্রদায় থেকে একজনকে চেয়ারম্যান করে ৩৪ সদস্যের স্থানীয় সরকার পরিষদ গঠন করা হয়। ১৯৮৯ সালের ২৫ জুন তিন বছর মেয়াদের জন্য এসব পরিষদের একবার নির্বাচন হয়েছিল। পরে পাঁচ বছর মেয়াদ বাড়ানো হয়। এরপর আর কোনো নির্বাচন হয়নি।
১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের পর স্থানীয় সরকার পরিষদের পরিবর্তে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান নামে পার্বত্য জেলা পরিষদ নামকরণ করে একজন পাহাড়ি ব্যক্তিকে চেয়ারম্যান ও চারজন সদস্য করে অন্তর্বর্তী পরিষদ গঠন করা হয়। তবে একই বছরে বান্দরবানের এক পাহাড়ি ব্যক্তি পরিষদগুলোতে নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় হাইকোর্টের রিট করলে তিন মাসের মধ্যে পরিষদের নির্বাচন অথবা পরিষদের প্রথম নির্বাচিত কমিটির কাছে ক্ষমতা হস্তান্তরের রায় হয়। কিন্তু সরকার ওই রায়ের কার্যকারিতার বিরুদ্ধে দফায় দফায় আপিল করে নির্বাচন অনুষ্ঠানের মেয়াদ বাড়ায়। ফলে যে সরকারই ক্ষমতায় আসে, সেই সরকারেরই মনোনীত দলীয় লোকজন দিয়ে অন্তর্বর্তী পরিষদের কার্যক্রম চলে আসছে বলে স্থানীয়রা জানান।
২০১৪ সালে সর্বশেষ তিন পার্বত্য পরিষদের আইন সংশোধন করে তিন পার্বত্য জেলা পরিষদকে পুনর্গঠন করে একজন চেয়ারম্যানসহ ১৫ সদস্যের অন্তর্বর্তী পরিষদ গঠন করে সরকার। এতে আওয়ামী লীগ মনোনীত ব্যক্তিদের নিয়ে পরিষদের কার্যক্রম চলছিল।
এদিকে, ৫ আগস্টের পর তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা পলাতক। তবে, ৩ সেপ্টেম্বর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অংসুই প্রু চৌধুরী। খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু ও বান্দরবানের জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা এবং সদস্যরা কাগজে-কলমে বহাল রয়েছেন।
দেড় মাস ধরে তিন জেলা পরিষদে কার্যক্রম ব্যাহত হওয়ার কথা আজকের পত্রিকাকে স্বীকার করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম শামিমুল হক। তিনি বলেন, ‘আমরা নতুন পরিষদ গঠনের প্রক্রিয়া শুরু করেছি। দ্রুত পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ও সদস্য পাব, এরপরই সংকট কেটে যাবে।’
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
২ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৩ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৪ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৪ ঘণ্টা আগে