কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মধ্যরাতে আগুনে পুড়ে গেছে ১০টি দোকান। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের এলাহী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল রাত ৩টার দিকে দুটি দোকানে প্রথমে আগুনের ধোঁয়া দেখতে পান স্থানীয় লোকজন। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রেজাউল নামে ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী বলেন, ‘অনেক কষ্ট করে দোকানটি দাঁড় করিয়েছিলাম। কিন্তু আগুনে আমার সবকিছু কেড়ে নিয়ে গেল।’ তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ক্ষতির পরিমাণ প্রায় ৩০-৩৫ লাখ টাকা বলে দাবি করেছেন একাধিক ব্যবসায়ী।
চরএলাহী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এসব ব্যবসায়ীরা ক্ষতি পূরণে জন্য সরকারি সহায়তা দাবি করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জামিন মিয়া জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ শর্টসার্কিট থেকে বলে ধারণা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবা উল আলম ভূঁইয়া বলেন, ‘বিষয়টি জেনে রাতেই ঘটনাস্থলে পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সরকারিভাবে সর্বাত্মক সহায়তার চেষ্টা করা হবে।’
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মধ্যরাতে আগুনে পুড়ে গেছে ১০টি দোকান। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের এলাহী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল রাত ৩টার দিকে দুটি দোকানে প্রথমে আগুনের ধোঁয়া দেখতে পান স্থানীয় লোকজন। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রেজাউল নামে ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী বলেন, ‘অনেক কষ্ট করে দোকানটি দাঁড় করিয়েছিলাম। কিন্তু আগুনে আমার সবকিছু কেড়ে নিয়ে গেল।’ তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ক্ষতির পরিমাণ প্রায় ৩০-৩৫ লাখ টাকা বলে দাবি করেছেন একাধিক ব্যবসায়ী।
চরএলাহী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এসব ব্যবসায়ীরা ক্ষতি পূরণে জন্য সরকারি সহায়তা দাবি করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জামিন মিয়া জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ শর্টসার্কিট থেকে বলে ধারণা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবা উল আলম ভূঁইয়া বলেন, ‘বিষয়টি জেনে রাতেই ঘটনাস্থলে পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সরকারিভাবে সর্বাত্মক সহায়তার চেষ্টা করা হবে।’
সংঘর্ষের কারণে যাত্রাবাড়ী ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান।
৪ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে সাগরে গোসলে নেমে নিখোঁজের ১৭ ঘণ্টা পর মাদ্রাসা পড়ুয়া দুই শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের লেঙ্গুরবিল লম্বরীঘাট এলাকার সৈকতে মৃতদেহ দুইটি ভেসে এসেছে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এ
৪ মিনিট আগেমামলাযোগ্য হলে অবশ্যই ওসিদের মামলা নিতে হবে। মামলা না নিলে সেই থানার ওসিকে এক মিনিটে সাসপেন্ড করা হবে। আমি বলে দিয়েছি- মাসে ৫০০ মামলা হবে। কোনো ঘটনা ঘটলে মামলা নেবে না, তা হবে না...
৭ মিনিট আগেরাজধানী ঢাকাতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে আবারও রাস্তা অবরোধ করেছেন চালকেরা। রাজধানীর আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন তাঁরা। ফলে প্রায় তিন ঘণ্টা ধরে আগারগাঁও সড়ক দিয়ে যানচলাচল বন্ধ রয়েছে।
১০ মিনিট আগে