Ajker Patrika

৪৬ বছর আগে চবির ছাত্র ছিলাম, আজ উপাচার্য: ড. আবু তাহের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ২১ মার্চ ২০২৪, ১০: ৪৯
৪৬ বছর আগে চবির ছাত্র ছিলাম, আজ উপাচার্য: ড. আবু তাহের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের বলেছেন, ৪৬ বছর আগে এই বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্র হিসেবে এসেছি, আজ উপাচার্যের দায়িত্ব নিয়েছি। রাষ্ট্র আমাকে যে দায়িত্ব দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের একজন অ্যালামনাই হিসেবে তা যথাযথভাবে পালন করব।

গতকাল বুধবার দুপুরে উপাচার্য দপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় ও সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন। নবনিযুক্ত উপাচার্যের সম্মানে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অধ্যাপক আবু তাহের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ‘সোনার বাংলা’ গড়তে এবং প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ তৈরিতে বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে নিজ নিজ দায়িত্ব সুচারুরূপে পালন করতে হবে। এ সময় উপাচার্য বর্তমান সরকারের গ্রহণ করা শিক্ষা কর্মসূচির আলোকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একাডেমিক পরিবেশ, গবেষণার উৎকর্ষ সাধন, প্রশাসনিক শৃঙ্খলা, ভৌত ও অবকাঠামো উন্নয়নসহ শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সবার সহযোগিতা চান।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৯তম উপাচার্য হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক ড. আবু তাহের। এ সময় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও জাতীয় অধ্যাপক ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও দুই উপ-উপাচার্য উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণ শেষে নবনিযুক্ত উপাচার্য, উপ-উপাচার্যদ্বয় এবং বিশ্ববিদ্যালয়ের ডিনদের নিয়ে বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত