ফেনী প্রতিনিধি
‘শিক্ষা ও ছাত্রলীগ একসাথে চলবে না’, ‘রাষ্ট্র সংস্কার চাই’, ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি’ এমন প্রতিবাদী স্লোগান–গ্রাফিতি ও দেয়াল লিখন ফেনীর বিভিন্ন পয়েন্টে দেখা গেছে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার প্রতিবাদে আজ রোববার ফেনীতে গ্রাফিতি ও দেয়াল লিখনের এ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তি, গুম হওয়া শিক্ষার্থীদের ফিরিয়ে দেওয়া এবং দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ কর্মসূচি ঘোষণা করে।
ফেনীতে দুপুর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শহরের ইসলামপুর রোড, তাকিয়া রোড ও পশ্চিম উকিল পাড়া এলাকার বিভিন্ন দেয়ালে প্রতিবাদ স্লোগান লেখেন।
তানিশা নামে ফেনী সরকারি কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের যৌক্তিক দাবির আন্দোলনে যেভাবে অতর্কিত হামলা ও গুলিবর্ষণ হয়েছে তা অবর্ণনীয়। সারা দেশের ন্যায় ফেনীতেও আমাদের ওপর ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা হামলা করেছে। এসবের প্রতিবাদে আমাদের এ কর্মসূচি।’
স্নেহা নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘কোটা আন্দোলন ঘিরে দায়ের করা সব মামলা প্রত্যাহার ও আটক শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি দাবি করছি। প্রতিবাদ হিসেবে আজকে আমরা গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি পালন করেছি।’
‘শিক্ষা ও ছাত্রলীগ একসাথে চলবে না’, ‘রাষ্ট্র সংস্কার চাই’, ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি’ এমন প্রতিবাদী স্লোগান–গ্রাফিতি ও দেয়াল লিখন ফেনীর বিভিন্ন পয়েন্টে দেখা গেছে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার প্রতিবাদে আজ রোববার ফেনীতে গ্রাফিতি ও দেয়াল লিখনের এ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তি, গুম হওয়া শিক্ষার্থীদের ফিরিয়ে দেওয়া এবং দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ কর্মসূচি ঘোষণা করে।
ফেনীতে দুপুর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শহরের ইসলামপুর রোড, তাকিয়া রোড ও পশ্চিম উকিল পাড়া এলাকার বিভিন্ন দেয়ালে প্রতিবাদ স্লোগান লেখেন।
তানিশা নামে ফেনী সরকারি কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের যৌক্তিক দাবির আন্দোলনে যেভাবে অতর্কিত হামলা ও গুলিবর্ষণ হয়েছে তা অবর্ণনীয়। সারা দেশের ন্যায় ফেনীতেও আমাদের ওপর ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা হামলা করেছে। এসবের প্রতিবাদে আমাদের এ কর্মসূচি।’
স্নেহা নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘কোটা আন্দোলন ঘিরে দায়ের করা সব মামলা প্রত্যাহার ও আটক শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি দাবি করছি। প্রতিবাদ হিসেবে আজকে আমরা গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি পালন করেছি।’
ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শামীম তালুকদারকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কমলাপুরে নিজবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
৭ মিনিট আগেসিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী একটি বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। নিহতেরা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই। আজ রোববার সকাল সোয়া ৮ টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ
৪০ মিনিট আগেদেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও খ্যাতি ছড়িয়েছিল অবিভক্ত ব্রিটিশ-ভারতে প্রতিষ্ঠিত শতবর্ষী যশোর ইনস্টিটিউট। একটা সময় যশোরের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া জগৎ উন্নয়নে বিশেষ অবদান রাখে মাতৃস্থানীয় এ সংগঠন।
১ ঘণ্টা আগেভারত-পাকিস্তান যুদ্ধের আগে পর্যন্ত রাজশাহীর সুলতানগঞ্জ ও ভারতের মুর্শিদাবাদের ময়া পর্যন্ত পদ্মা নদীতে চালু ছিল একটি নৌ-রুট। ৫৯ বছর পর নৌ প্রটোকল চুক্তির আওতায় আবার এই নৌ-রুট চালুর উদ্যোগ নেয় বিগত সরকার।
১ ঘণ্টা আগে