চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় তিন পুলিশকে কুপিয়ে অস্ত্র ছিনতাই মামলার প্রধান আসামি মোহাম্মদ রাকিবকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদ রাকিব (১৯) উপজেলার বরইতলী ইউনিয়নের হাফালিয়াকাটা গ্রামের মোরারপাড়ার আব্দুর রশিদের ছেলে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় হারবাং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুনের নেতৃত্বে তিন পুলিশ সদস্য টহল দিচ্ছিলেন। এ সময় মছনিয়াকাটা স্টেশনে রাকিব নামে ওই যুবক কিরিচ নিয়ে সড়কে এসে দাঁড়ায়।
তাঁকে আটকের চেষ্টা করলে ৪০ থেকে ৫০ জন লোক জড়ো হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে। তারা পুলিশের একটি শটগান ছিনিয়ে নিয়ে যায়। হামলায় এসআই শামীম, কনস্টেবল তারিকুল ও মামুন গুরুতর আহত হন।
এ ঘটনায় ওইদিন সন্ধ্যায় হারবাং পুলিশ ফাঁড়ির এসআই অপু দে বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আসামি দেখানো হয় আরও ১৫ থেকে ২০ জনকে। মামলার প্রধান আসামি মো. রাকিবসহ ১৬ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক কাইছার হামিদ আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।’
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশকে কুপিয়ে অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রধান আসামি রাকিবসহ ১৬ জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশ মাঠে রয়েছে। রাকিবের বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।’
কক্সবাজারের চকরিয়ায় তিন পুলিশকে কুপিয়ে অস্ত্র ছিনতাই মামলার প্রধান আসামি মোহাম্মদ রাকিবকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদ রাকিব (১৯) উপজেলার বরইতলী ইউনিয়নের হাফালিয়াকাটা গ্রামের মোরারপাড়ার আব্দুর রশিদের ছেলে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় হারবাং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুনের নেতৃত্বে তিন পুলিশ সদস্য টহল দিচ্ছিলেন। এ সময় মছনিয়াকাটা স্টেশনে রাকিব নামে ওই যুবক কিরিচ নিয়ে সড়কে এসে দাঁড়ায়।
তাঁকে আটকের চেষ্টা করলে ৪০ থেকে ৫০ জন লোক জড়ো হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে। তারা পুলিশের একটি শটগান ছিনিয়ে নিয়ে যায়। হামলায় এসআই শামীম, কনস্টেবল তারিকুল ও মামুন গুরুতর আহত হন।
এ ঘটনায় ওইদিন সন্ধ্যায় হারবাং পুলিশ ফাঁড়ির এসআই অপু দে বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আসামি দেখানো হয় আরও ১৫ থেকে ২০ জনকে। মামলার প্রধান আসামি মো. রাকিবসহ ১৬ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক কাইছার হামিদ আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।’
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশকে কুপিয়ে অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রধান আসামি রাকিবসহ ১৬ জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশ মাঠে রয়েছে। রাকিবের বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।’
বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে পুরো বিভাগে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ৫২ জনের মৃত্যু হলো।
৭ মিনিট আগেরাজধানীর শাহবাগে সমাবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির মামলায় অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীসহ ১৮ জনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৯ মিনিট আগেপাবনার চাটমোহর পুকুরের পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বরে এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেবরিশালের সোনারগাঁও টেক্সটাইল মিলে ছাঁটাই হওয়া শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ মঙ্গলবার সকালে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ছাঁটাই হওয়া শ্রমিক লতিফা বেগম।
১৭ মিনিট আগে