গলায় স্বাস্থ্যবিধির প্রচারণা ব্যানার ঝুলিয়ে সড়কে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
Thumbnail image

‘নিজের সুরক্ষা, নিজের হাতে, দূরত্ব যেন বজায় থাকে’ লেখা সংবলিত একটি প্রচারণা ব্যানার গলায় ঝুলিয়ে এক লোক সাধারণ মানুষকে সচেতন করছেন। বিভিন্ন সড়ক, দোকানের সামনে হ্যান্ড মাইকে তিনি বলছেন, ‘মাস্ক না পরলে শাস্তি হোক, মাস্ক পরবে দেশের লোক। মাস্ক পরুন করোনা থেকে মুক্ত থাকুন।’ লোকটি চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আলিম।

দেশে করোনা শুরু হওয়ার পর থেকে কখনো একা আর কখনো ১০-১২ জন স্বেচ্ছাসেবক নিয়ে এই প্রচারণায় যুক্ত আছেন তিনি। আজ শুক্রবারও কাজির দেউড়ি, বাটালি গলিসহ নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালান আব্দুল আলিম। ওই প্রচারণার সময় যাঁরা মাস্ক পরেননি, তাঁদের তড়িঘড়ি করে মাস্ক পরতে দেখা যায়।

আব্দুল আলিম বলেন, শিক্ষক হিসেবে নিজের দায়িত্ববোধ থেকে এই প্রচারণা চালাচ্ছি। একজন মানুষও যদি এই প্রচারণার ফলে স্বাস্থ্যবিধি মানে, তাতেই আমার সার্থকতা। প্রত্যেকে নিজের দায়িত্ববোধ থেকে প্রচারণা চালানো উচিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত