চট্টগ্রামে মাংস ওজনে কম দেওয়ায় ৮০ হাজার টাকা জরিমানা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ০১
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ০৬

চট্টগ্রামের কর্ণফুলীতে মাংস ওজনে কম দেওয়ায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার ব্রিজঘাট এলাকায় দুটি গরুর মাংসের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযুষ কুমার চৌধুরী।

অভিযানে উপজেলার পুরোনো ব্রিজঘাটে মাংস বিতান নামে একটি দোকানে মূল্য তালিকা না থাকা ও ওজনে গরমিল থাকায় প্রোপ্রাইটর মো. জাভেদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার, ওজন পরিমাপ মানদণ্ড আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি খাজা মাংস বিতানের প্রোপ্রাইটর মো. মোস্তফা প্রতিষ্ঠানে ত্রুটিযুক্ত বাটখারা দিয়ে মাংস বিক্রির দায়ে ওজন পরিমাপ মানদণ্ড আইনে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে আরও অংশ নেন বিএসটিআই ফারহানা জাহান পারুল, প্রকৌশলী সজীব চৌধুরী ও সিএমপি কর্ণফুলী থানার পুলিশ সদস্যরা।

কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযুষ কুমার চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, যেকোনো অনিয়মের বিরুদ্ধে কর্ণফুলীতে এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত