হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
দুর্বৃত্তের ছুরিকাঘাতে চাঁদপুর শহরে নিজ বাসায় খুন হয়েছেন জেলা আওয়ামী লীগ নেতা রফিকুল্লাহ কোম্পানি (৭০)। আজ শনিবার সন্ধ্যায় শহরের নতুনবাজারের সফিনা বোর্ডিংয়ের নিজ বাসায় এই ঘটনা ঘটে।
নিহত রফিকুল্লাহ চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি।
জানা যায়, রফিকুল্লাহ নিজ বাসার ৩য় তলায় বিশ্রামে ছিলেন। মাগরিবের নামাজের পর তাঁর বাসার থাকায় মিরাজ বাসায় এসে দেখেন কে বা কারা তাঁকে ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে চলে গেছে। পরে মিরাজের চিৎকারে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত চিকিৎসক সাগর মজুমদার বলেন, ‘হাসপাতালে আনার আগেই রফিকুল্লাহর মৃত্যু হয়েছে। তাঁর পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। হাসপাতালে আনার পরও ছুরিটি পেটে বিদ্ধ ছিল।’
রফিকুল্লাহর স্বজনদের দাবি, তিনি (রফিকুল্লাহ) সারা দিন বাসায় একা ছিল। সন্ধ্যার পর পরই এ ঘটনা দেখে পার্শ্ববর্তী লোকজন রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে চাঁদপুর সদর থানার ওসি আব্দুর রশিদ বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ মুহূর্তে কিছু বলতে পারছি না। স্বজনদের পক্ষ থেকে অভিযোগ এখনো পাইনি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’
এদিকে তাঁর মৃত্যুর খবরে হাসপাতালে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. নাছির উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারি দুলাল, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, পৌর মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েলসহ দলীয় নেতা কর্মীরা ভিড় জমায়। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
দুর্বৃত্তের ছুরিকাঘাতে চাঁদপুর শহরে নিজ বাসায় খুন হয়েছেন জেলা আওয়ামী লীগ নেতা রফিকুল্লাহ কোম্পানি (৭০)। আজ শনিবার সন্ধ্যায় শহরের নতুনবাজারের সফিনা বোর্ডিংয়ের নিজ বাসায় এই ঘটনা ঘটে।
নিহত রফিকুল্লাহ চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি।
জানা যায়, রফিকুল্লাহ নিজ বাসার ৩য় তলায় বিশ্রামে ছিলেন। মাগরিবের নামাজের পর তাঁর বাসার থাকায় মিরাজ বাসায় এসে দেখেন কে বা কারা তাঁকে ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে চলে গেছে। পরে মিরাজের চিৎকারে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত চিকিৎসক সাগর মজুমদার বলেন, ‘হাসপাতালে আনার আগেই রফিকুল্লাহর মৃত্যু হয়েছে। তাঁর পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। হাসপাতালে আনার পরও ছুরিটি পেটে বিদ্ধ ছিল।’
রফিকুল্লাহর স্বজনদের দাবি, তিনি (রফিকুল্লাহ) সারা দিন বাসায় একা ছিল। সন্ধ্যার পর পরই এ ঘটনা দেখে পার্শ্ববর্তী লোকজন রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে চাঁদপুর সদর থানার ওসি আব্দুর রশিদ বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ মুহূর্তে কিছু বলতে পারছি না। স্বজনদের পক্ষ থেকে অভিযোগ এখনো পাইনি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’
এদিকে তাঁর মৃত্যুর খবরে হাসপাতালে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. নাছির উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারি দুলাল, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, পৌর মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েলসহ দলীয় নেতা কর্মীরা ভিড় জমায়। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
চট্টগ্রামের কর্ণফুলীতে কক্সবাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আমানত সেতুর টোলবক্সের সঙ্গে ধাক্কা লেগে সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে।
২ মিনিট আগেআহত শিক্ষার্থী সোহেলুল হক বলেন, “আমরা গিয়ে বলেছিলাম স্যার আমাদের জীবনটা বাঁচান স্যার। তিন বছরেও আপনি কিছু করতে পারেননি। আমরা এনওসি এনেছি। আপনি সাইন করে দেন। এনওসিতে লেখা ছিল, ‘আমরা যেহেতু ওদের নিবন্ধনের ব্যবস্থা করতে পারছি না। অন্য কোথাও পড়াশোনা করলে আমাদের আপত্তি নেই।’ এই এনওসিতে তিনি...
৭ মিনিট আগেবরিশালের গৌরনদীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকূপি আরিফ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৪১ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুরে একটি দিঘিতে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারি ও প্রতিপক্ষের মারধরে মাছচাষিসহ চারজন আহত হয়েছেন। এক ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে তিনজন নারী রয়েছেন।
১ ঘণ্টা আগে