কক্সবাজার প্রতিনিধি
মিয়ানমারের রাখাইনে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির মধ্যে চলমান যুদ্ধ তীব্র হয়ে উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতভর বাংলাদেশের টেকনাফের নাফ নদের ওপারে একের পর এক বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। বিকট শব্দে টেকনাফ পৌরসভা, সদর ও সাবরাংয়ের ১০টি গ্রামের মানুষ আতঙ্কে নির্ঘুম রাত জেগেছে। তবে আজ শুক্রবার ভোর থেকে রাত ৯টা পর্যন্ত পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে।
গত তিন দিন ধরে মিয়ানমারের যুদ্ধ জাহাজটি নাফ নদের নাইক্ষ্যংদিয়া এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছেন সীমান্তের বাসিন্দারা।
সীমান্ত এলাকার লোকজন জানিয়েছেন, গত বুধবার রাত ৯টা থেকে বৃহস্পতিবার রাতভর থেমে থেমে একের পর এক বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে। যার ফলে কম্পন সৃষ্টি হয়েছে নাফ নদের এপারে।
এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সারা রাত মিয়ানমারের ওপার থেকে বিস্ফোরণ ও গোলাগুলির বিকট শব্দ পাওয়া যাচ্ছিল। তবে আজ সকালে থেকে তেমন বিকট শব্দ শোনা যাচ্ছে না। নাফ নদের মিয়ানমার অংশে একটি বড় জাহাজ অবস্থান করায় আপাতত এ নৌপথ দিয়ে সেন্টমার্টিন যাতায়াত বন্ধ রাখা হয়েছে। সার্ভিস ট্রলারগুলো বিকল্প পথে সেন্টমার্টিন যাতায়াত করছে।
শাহ পরীর দ্বীপের বাসিন্দা হাফেজ নুর কালাম বলেন, ‘শুক্রবার ভোর থেকে গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে না।’
সীমান্তের একাধিক সূত্র জানিয়েছে, ফেব্রুয়ারি মাসের শুরু থেকে মিয়ানমার সরকারি বাহিনীর সঙ্গে সংঘাত চলছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির। ইতিমধ্যে বিদ্রোহীরা রাখাইনের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। দুই পক্ষের গোলাগুলি ও ভারী গোলার বিস্ফোরণে মংডু, বুচিডং-রাচিডং টাউনশিপ লন্ডভন্ড হয়ে পড়েছে। এসব শহরের সঙ্গে রাখাইনের রাজধানী সিথুয়ের সরাসরি সড়ক ও নৌপথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিদ্রোহীরা রাজধানীর দখল নিতে অগ্রসর হচ্ছে।
মিয়ানমারের রাখাইনে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির মধ্যে চলমান যুদ্ধ তীব্র হয়ে উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতভর বাংলাদেশের টেকনাফের নাফ নদের ওপারে একের পর এক বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। বিকট শব্দে টেকনাফ পৌরসভা, সদর ও সাবরাংয়ের ১০টি গ্রামের মানুষ আতঙ্কে নির্ঘুম রাত জেগেছে। তবে আজ শুক্রবার ভোর থেকে রাত ৯টা পর্যন্ত পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে।
গত তিন দিন ধরে মিয়ানমারের যুদ্ধ জাহাজটি নাফ নদের নাইক্ষ্যংদিয়া এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছেন সীমান্তের বাসিন্দারা।
সীমান্ত এলাকার লোকজন জানিয়েছেন, গত বুধবার রাত ৯টা থেকে বৃহস্পতিবার রাতভর থেমে থেমে একের পর এক বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে। যার ফলে কম্পন সৃষ্টি হয়েছে নাফ নদের এপারে।
এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সারা রাত মিয়ানমারের ওপার থেকে বিস্ফোরণ ও গোলাগুলির বিকট শব্দ পাওয়া যাচ্ছিল। তবে আজ সকালে থেকে তেমন বিকট শব্দ শোনা যাচ্ছে না। নাফ নদের মিয়ানমার অংশে একটি বড় জাহাজ অবস্থান করায় আপাতত এ নৌপথ দিয়ে সেন্টমার্টিন যাতায়াত বন্ধ রাখা হয়েছে। সার্ভিস ট্রলারগুলো বিকল্প পথে সেন্টমার্টিন যাতায়াত করছে।
শাহ পরীর দ্বীপের বাসিন্দা হাফেজ নুর কালাম বলেন, ‘শুক্রবার ভোর থেকে গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে না।’
সীমান্তের একাধিক সূত্র জানিয়েছে, ফেব্রুয়ারি মাসের শুরু থেকে মিয়ানমার সরকারি বাহিনীর সঙ্গে সংঘাত চলছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির। ইতিমধ্যে বিদ্রোহীরা রাখাইনের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। দুই পক্ষের গোলাগুলি ও ভারী গোলার বিস্ফোরণে মংডু, বুচিডং-রাচিডং টাউনশিপ লন্ডভন্ড হয়ে পড়েছে। এসব শহরের সঙ্গে রাখাইনের রাজধানী সিথুয়ের সরাসরি সড়ক ও নৌপথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিদ্রোহীরা রাজধানীর দখল নিতে অগ্রসর হচ্ছে।
মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে জিসান (১৯) নামের এক তরুণের মরদেহ উদ্ধার হয়েছে। অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে হাইওয়ে পুলিশের...
১০ মিনিট আগেনীলফামারীর সৈয়দপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে নেহাল খান (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের বাইপাস মহাসড়কের ধলাগাছ মতির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেপার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর কাছে কোমরতাঁতে বোনা কাপড় খুবই জনপ্রিয়। আর এ কাপড় বোনেন পাহাড়ি নারীরা। তবে আধুনিক বয়নশিল্পের প্রভাব এবং সুতাসহ কাঁচামালের দাম বাড়ায় এখন আর পোষাতে পারছেন না তাঁরা। সরকারের পক্ষ থেকেও নেই এ শিল্পকে টিকিয়ে রাখার কোনো উদ্যোগ। তাই হারাতে বসেছে পাহাড়ের ঐতিহ্যবাহী এ শিল
১ ঘণ্টা আগেহবিগঞ্জের বানিয়াচংয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গুরুতর আঘাত পেয়ে সাদিকুর রহমান সাদিক (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সন্দলপুরে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে