লামায় এক রাতে তিন বাড়িতে ডাকাতি

বান্দরবান প্রতিনিধি
Thumbnail image

বান্দরবানের লামা পৌর এলাকায় এক রাতে ৩ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতেরা অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, মোবাইল, মোটরসাইকেল, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। 

গতকাল বৃস্পতিবার মধ্য রাতে পৌর এলাকার রাজবাড়ি গ্রামের সত্যবোধি বড়ুয়া মাষ্টার, আব্দুল হালিম ও আব্দুর রহমানের বসতঘরে এ ডাকাতির ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ২টার দিকে ৫-৬ জনের ডাকাত দল সত্যবোধি বড়ুয়া মাষ্টারের ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ঘরে রক্ষিত স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। পরে পাশের বাড়ির আব্দুল হালিম ও আব্দুর রহমানের ঘর থেকে দুটি মোটরসাইকেল নিয়ে যায়। খবর পেয়ে প্রতিবেশীরা এগিয়ে গেলে ডাকাতেরা পালিয়ে যায়। এক পর্যায়ে রাত ৪টার দিকে ডাকাত আক্রান্তরা ৯৯৯-এ কল দিলে লামা থানার পুলিশ ঘটনাস্থলে গেলে কাউকে আটক করতে পারেনি। 

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত