Ajker Patrika

প্রেমিকার আত্মহত্যার খবরে প্রেমিকের আত্মহনন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২০: ১০
প্রেমিকার আত্মহত্যার খবরে প্রেমিকের আত্মহনন

কক্সবাজারের পেকুয়ায় প্রেমিকা রোজিনা বেগমের (২০) আত্মহত্যার খবরে প্রেমিক রিদুয়ানুল ইসলাম (২২) আত্মহনন করেছেন। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। 

প্রেমিকা রোজিনা বেগম উজানটিয়া ইউনিয়নের নতুন ঘোনা এলাকার বাসিন্দা নুরুল বশরের মেয়ে ও রিদুয়ানুল ইসলাম মগনামা ইউনিয়নের মটকাভাঙ্গা এলাকার মৃত সৈয়দ নুরের ছেলে। তাঁদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল।

এ বিষয়ে উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, প্রেমের সম্পর্কের টানাপোড়েনের জেরে রোজিনা বেগম ইঁদুরমারার বিষ খান। পরে তাঁকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ খবর পেয়ে প্রেমিক রিদুয়ানুল ইসলামও বিষপান করেন। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত