প্রতিনিধি
টেকনাফ (কক্সবাজার): জোয়ার ও ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সেন্টমার্টিন দ্বীপের চারদিকে ভেঙে গেছে। দ্বীপের একমাত্র জেটিটিও বিধ্বস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কারও কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। মানুষ আতঙ্কে থাকলেও নিরাপদে রয়েছে বলে জানা যায়।
জানা গেছে, পূর্ণিমার জোয়ার ও ঘূর্ণিঝড়ের কারণে সাগর উত্তাল রয়েছে। পানির উচ্চতা বেড়েছে। সাগরের উত্তাল ঢেউ আছড়ে পড়ার কারণে বিভিন্ন স্থানে ভাঙন ধরেছে। গত তিন থেকে চার দিন ধরে সাগরের একই অবস্থা রয়েছে। জোয়ারের পানিতে কক্সবাজারের টেকনাফের এ প্রবাল দ্বীপের একমাত্র জেটিটি বিধ্বস্ত হয়েছে। যে জেটি দিয়ে পর্যটকসহ দ্বীপের বাসিন্দারা যাতায়াত করতেন।
সেন্টমার্টিনের স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন শুভ বলেন, 'ইয়াসের তাণ্ডবে কবরস্থানের পশ্চিম দিকে ভেঙে গেছে। পূর্ব দিকেও ভেঙেছে। বেশ কিছু নারকেল গাছ উপড়ে গেছে। পুলিশ ফাঁড়ির দেয়াল ভেঙে গেছে। প্রিন্স সেভেন নামের এক হোটেলের বেশ ক্ষতিগ্রস্ত হয়। পথের বিভিন্ন জায়গায় ঢালাই উঠে খানাখন্দে পরিণত হচ্ছে।'
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ জানান, পূর্ণিমার জোয়ার ও ঘূর্ণিঝড়ের কারণে দ্বীপের চারদিকে ভেঙে গেছে। বিশেষ করে দক্ষিণ পাশের এক জামে মসজিদের ক্ষতি হয়েছে। সে সঙ্গে জোয়ার ও ঢেউয়ের আঘাতে জেলেদের নৌকা নষ্ট হয়ে গেছে।
নুর আহমদ আরও জানান, এলাকার আশপাশের অবস্থা খারাপ হলেও সবাই নিরাপদে বাড়িতে রয়েছেন। সকল হোটেল প্রস্তুত করে রাখা হয়েছে। সংকেত দিলে তাঁদের নিরাপদে সরিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি।
টেকনাফ (কক্সবাজার): জোয়ার ও ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সেন্টমার্টিন দ্বীপের চারদিকে ভেঙে গেছে। দ্বীপের একমাত্র জেটিটিও বিধ্বস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কারও কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। মানুষ আতঙ্কে থাকলেও নিরাপদে রয়েছে বলে জানা যায়।
জানা গেছে, পূর্ণিমার জোয়ার ও ঘূর্ণিঝড়ের কারণে সাগর উত্তাল রয়েছে। পানির উচ্চতা বেড়েছে। সাগরের উত্তাল ঢেউ আছড়ে পড়ার কারণে বিভিন্ন স্থানে ভাঙন ধরেছে। গত তিন থেকে চার দিন ধরে সাগরের একই অবস্থা রয়েছে। জোয়ারের পানিতে কক্সবাজারের টেকনাফের এ প্রবাল দ্বীপের একমাত্র জেটিটি বিধ্বস্ত হয়েছে। যে জেটি দিয়ে পর্যটকসহ দ্বীপের বাসিন্দারা যাতায়াত করতেন।
সেন্টমার্টিনের স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন শুভ বলেন, 'ইয়াসের তাণ্ডবে কবরস্থানের পশ্চিম দিকে ভেঙে গেছে। পূর্ব দিকেও ভেঙেছে। বেশ কিছু নারকেল গাছ উপড়ে গেছে। পুলিশ ফাঁড়ির দেয়াল ভেঙে গেছে। প্রিন্স সেভেন নামের এক হোটেলের বেশ ক্ষতিগ্রস্ত হয়। পথের বিভিন্ন জায়গায় ঢালাই উঠে খানাখন্দে পরিণত হচ্ছে।'
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ জানান, পূর্ণিমার জোয়ার ও ঘূর্ণিঝড়ের কারণে দ্বীপের চারদিকে ভেঙে গেছে। বিশেষ করে দক্ষিণ পাশের এক জামে মসজিদের ক্ষতি হয়েছে। সে সঙ্গে জোয়ার ও ঢেউয়ের আঘাতে জেলেদের নৌকা নষ্ট হয়ে গেছে।
নুর আহমদ আরও জানান, এলাকার আশপাশের অবস্থা খারাপ হলেও সবাই নিরাপদে বাড়িতে রয়েছেন। সকল হোটেল প্রস্তুত করে রাখা হয়েছে। সংকেত দিলে তাঁদের নিরাপদে সরিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
২ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৩ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগে