সন্দ্বীপ চ্যানেল থেকে ২ রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার

প্রতিনিধি, সন্দ্বীপ (কক্সবাজার) 
প্রকাশ : ১৬ আগস্ট ২০২১, ১৭: ৪১
আপডেট : ১৬ আগস্ট ২০২১, ১৮: ৩৭

সন্দ্বীপ চ্যানেল থেকে দুই রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। আজ সোমবার দুপুরে গুপ্তছড়া ঘাট ও সারিকাইত ইউনিয়নের চৌকাতলী ঘাট এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। 

কোস্টগার্ড সারিকাইত কন্টিনজেন্ট কমান্ডার সাজু আহমদ জানান, ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় বোট ডুবে রোহিঙ্গা নিখোঁজ হওয়ার পর থেকে আমরা নদীতে তাঁদের সন্ধান করে চলেছি। আজ সন্দ্বীপ চ্যানেল থেকে দুই রোহিঙ্গা মহিলার বিকৃত মরদেহ উদ্ধার করি। মরদেহগুলো থানায় রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে এগুলো ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে। 
 
কমান্ডার সাজু আহমদ আরও জানান, উদ্ধার করা নাম পরিচয় পাওয়া যায়নি। তবে লাশ দুটি রোহিঙ্গাদের এ বিষয়ে নিশ্চিত সন্দ্বীপ থানার পুলিশ এবং কোস্টগার্ড। ধারণা করা হচ্ছে তাঁদের একজনের বয়স ২৫ এবং অন্যজন ২৮ বছর বয়সী।

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ চন্দন কুমার চন্দ জানান, দুই রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধারের বিষয়টি জেনেছি। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত