তিতাসে গাছ পড়ে দুমড়ে মুচড়ে গেল চলন্ত অটোরিকশা 

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২২, ২৩: ৩৩

কুমিল্লার তিতাস উপজেলায় গাছ পড়ে দুমড়ে মুচড়ে গেছে একটি চলন্ত অটোরিকশা। এতে একজন গুরুতর আহত হয়েছেন। আহতের নাম ফারুক হোসেন (২৪)। 

আজ রোববার বিকেলে উপজেলার বাতাকান্দি-মাছিমপুর সড়কের কালাইগোবিন্দপুর গ্রামের রাজ মিয়ার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। 

আহত যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, রাজ মিয়া ও একই গ্রামের রবি মিয়া কাউকে না জানিয়ে বড় একটি কড়াই গাছ কেটে নিয়ে যাচ্ছিল, এ সময় গাছটি চলন্ত অটোরিকশার ওপর পড়ে যায়। 

এলাকাবাসী জানায়, গাছ কাটার সময় কোনো সতর্কতামূলক ব্যবস্থা না নেওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। 

এলাকাবাসী আরও জানায়, গাছটি সরকারি সিল দিয়ে চিহ্নিত থাকার পরও স্থানীয় বাসিন্দা রাজ মিয়া নিজেকে এই গাছের মালিক দাবি করেন। অবৈধভাবে সরকারি নিয়মের তোয়াক্কা না করে দিনদুপুরে ব্যস্ততম সড়কের পাশের গাছ কাটায় এ দুর্ঘটনা ঘটে। 

এ বিষয়ে গাছের মালিক দাবিদার রাজ মিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মো. শাহিক আহমেদ বলেন, ‘ফারুক হোসেন নামের এক আহত রোগী চিকিৎসা নিতে আসলে আমরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেছি।’ 

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, ‘আহত ব্যক্তিকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে কে বা কারা গাছটি কাটছিল সে বিষয়ে কিছু জানা যায়নি। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত