নোংরা পরিবেশে খাবার তৈরি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা 

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
Thumbnail image

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পণ্য উৎপাদন, মূল্যতালিকা না থাকাসহ বিভিন্ন কারণে চার প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানকে ৮৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার দোহাজারী পৌরসভা এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দোহাজারী পৌরসভায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পণ্য উৎপাদন, মূল্যতালিকা না থাকাসহ বিভিন্ন কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চারটি প্রতিষ্ঠানকে ৮৭ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। ছবি: আজকের পত্রিকাএ সময় আনারকলি আইসক্রিম কারখানা মালিক শিবলু দাশকে ৩০ হাজার, নিউ রুচি আইসক্রিম কারখানার মালিক নান্টু মিয়াকে ৩০ হাজার, ফল বিতাণের মালিক পারভেজকে ২৫ হাজার, চায়ের দোকান আবদুর সবুরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

আইসক্রিম কারখানাকে জরিমানা করা হয়। ছবি: আজকের পত্রিকাসহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেছেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠানকে ৮৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরণের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত