নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসায় অবহেলায় সাংবাদিককন্যা রাফিদা খান রাইফার মৃত্যুর ঘটনায় করা মামলায় চার চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত।
আজ রোববার চট্টগ্রামের চতুর্থ মহানগর হাকিম মোহাম্মদ সালাউদ্দিন অভিযোগপত্রটি আমলে নেন।
অভিযোগপত্রভুক্ত চার চিকিৎসক হলেন—ডা. লিয়াকত আলী খান, ডা. বিধান রায় চৌধুরী, ডা. দেবাশীষ সেনগুপ্ত ও ডা. শুভ্র দেব।
মামলার বাদী সাংবাদিক রুবেল খানের আইনজীবী মো. ইকবাল হোসেন জানান, আজ আসামিদের মধ্যে তিনজন উপস্থিত ছিলেন। অপরজন সময়ের আবেদন করলে আদালত মঞ্জুর করেন। নিয়ম অনুযায়ী, মামলাটির বিচার নিষ্পত্তির জন্য চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে। মহানগর দায়রা জজ আদালতে অথবা মহানগর দায়রা জজ নির্ধারিত অন্য কোনো আদালতে পরবর্তীতে এই মামলার অভিযোগ গঠনের শুনানি হবে। সেই শুনানির তারিখ ধার্য হয়নি।
তদন্ত শেষে গত ২৫ মার্চ এ মামলার অভিযোগপত্র জমা দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চট্টগ্রাম মেট্রো ইউনিটের পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক।
অভিযোগপত্রে চার চিকিৎসকের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৪ (ক) ও ১০৯ ধারায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয়েছে।
২০১৮ সালের ২৯ জুন রাতে চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দুই বছর চার মাস বয়সী রাফিদা খান রাইফা। এ ঘটনায় তাঁর বাবা রুবেল খান বাদী হয়ে ওই বছরের ২০ জুলাই চার চিকিৎসকের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা করেন।
চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসায় অবহেলায় সাংবাদিককন্যা রাফিদা খান রাইফার মৃত্যুর ঘটনায় করা মামলায় চার চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত।
আজ রোববার চট্টগ্রামের চতুর্থ মহানগর হাকিম মোহাম্মদ সালাউদ্দিন অভিযোগপত্রটি আমলে নেন।
অভিযোগপত্রভুক্ত চার চিকিৎসক হলেন—ডা. লিয়াকত আলী খান, ডা. বিধান রায় চৌধুরী, ডা. দেবাশীষ সেনগুপ্ত ও ডা. শুভ্র দেব।
মামলার বাদী সাংবাদিক রুবেল খানের আইনজীবী মো. ইকবাল হোসেন জানান, আজ আসামিদের মধ্যে তিনজন উপস্থিত ছিলেন। অপরজন সময়ের আবেদন করলে আদালত মঞ্জুর করেন। নিয়ম অনুযায়ী, মামলাটির বিচার নিষ্পত্তির জন্য চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে। মহানগর দায়রা জজ আদালতে অথবা মহানগর দায়রা জজ নির্ধারিত অন্য কোনো আদালতে পরবর্তীতে এই মামলার অভিযোগ গঠনের শুনানি হবে। সেই শুনানির তারিখ ধার্য হয়নি।
তদন্ত শেষে গত ২৫ মার্চ এ মামলার অভিযোগপত্র জমা দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চট্টগ্রাম মেট্রো ইউনিটের পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক।
অভিযোগপত্রে চার চিকিৎসকের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৪ (ক) ও ১০৯ ধারায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয়েছে।
২০১৮ সালের ২৯ জুন রাতে চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দুই বছর চার মাস বয়সী রাফিদা খান রাইফা। এ ঘটনায় তাঁর বাবা রুবেল খান বাদী হয়ে ওই বছরের ২০ জুলাই চার চিকিৎসকের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা করেন।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পরিবেশবান্ধব মালচিং পদ্ধতিতে সবজি চাষ বাড়ছে। বিষমুক্ত এই পদ্ধতিতে ফলন ভালো হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকেরা। এ ছাড়া চাষাবাদে খরচ কম লাগছে।
১ ঘণ্টা আগেরংপুর বিভাগীয় সনাতনী সমাবেশস্থল পরিবর্তন করা হয়েছে। রংপুর জেলা স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে মাহীগঞ্জ কলেজ মাঠে আয়োজন করা হচ্ছে...
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর অন্যতম ‘সমন্বয়ক’ সোহেল রানাকে ‘ভুয়া’ বলে আখ্যায়িত করেছে ছাত্রদল। আজ শুক্রবার বেলা ১১টায় নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে সোহেল রানাকে হাতুড়িপেটার অভিযোগও অস্বীকার করেছে রাজশাহী নগর ছাত্রদল...
১ ঘণ্টা আগেদেশের বিভিন্ন অঞ্চল থেকে এক কোটি ৮০ লাখ মানুষের অনুসমর্থনের ভিত্তিতে একটি বিশেষ আইন প্রণয়নের জন্য গত ৪ বছর ধরে আমাদের এই সংগঠন কাজ করছে। গত ১৮ আগস্ট শাহবাগ চত্বরে এক সংহতি সমাবেশের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা বরাবর...
১ ঘণ্টা আগে