Ajker Patrika

‘ওসি প্রদীপের মৃত্যুদণ্ড হওয়ায় কক্সবাজারে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হয়েছে’

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১২ আগস্ট ২০২৩, ২১: ০৭
‘ওসি প্রদীপের মৃত্যুদণ্ড হওয়ায় কক্সবাজারে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হয়েছে’

মেজর (অব.) সিনহা হত্যাকাণ্ডের ঘটনায় টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের মৃত্যুদণ্ড হওয়ায় কক্সবাজারে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন সদ্য বিদায়ী জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল। 

আজ শনিবার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলনকক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

মোহাম্মদ ইসমাইল বলেন, দেশের সবচেয়ে বেশি হত্যা মামলা কক্সবাজারে। এসব মামলা নিষ্পত্তিতে গত সাড়ে তিন বছরে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। 

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আ ন ম হেলাল উদ্দিন। 

ইসমাইল বলেন, কক্সবাজারের প্রধান সমস্যা মাদক চোরাচালান। বর্তমানে কক্সবাজার আদালতে ১০ হাজারের বেশি মাদক মামলা রয়েছে। মাদক নিয়ন্ত্রণে আনতে মাদক মামলার আসামিদের দীর্ঘ হাজতবাস শেষে নগদ জামানত নিয়ে জামিন দেওয়াসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। 

রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে জানিয়ে জেলা ও দায়রা জজ বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলো অপরাধের আখড়া। ক্যাম্পগুলো এখন ইয়াবা কারবারিদের মূলকেন্দ্র। মাদক কারবারিদের রক্ষায় বড় চক্র রয়েছে। কক্সবাজার থেকে হাইকোর্ট পর্যন্ত তাদের একটা লিংক হয়ে গেছে। 

তিনি আরও বলেন, ‘কক্সবাজারে প্রায় এক হাজার হত্যা মামলা বিচারাধীন রয়েছে। যা সংখ্যায় দেশে সর্বোচ্চ। এর মধ্যে রোহিঙ্গাদের কারণে খুন-খারাবিসহ নানা অপরাধ সংঘটিত হচ্ছে। সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা হত্যা মামলাসহ কক্সবাজারের বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যা ও মাদক মামলা আমার আমলে নিষ্পত্তি করা হয়েছে। এ কারণে নিরাপত্তাজনিত সমস্যাও রয়েছে। মেজর সিনহা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বরখাস্ত ওসি প্রদীপ ও তার সহযোগীরা নানা ষড়যন্ত্রে লিপ্ত।’ 

জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল কক্সবাজারে সাড়ে তিন বছর দায়িত্ব পালনকালে তাঁর নানা অভিজ্ঞতা, বিচারাঙ্গনে নানা সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। 

১৪ আগস্ট তিনি অবসরে যাচ্ছেন। ১০ আগস্ট তাঁকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত থেকে আইন ও বিচার মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। 

জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ হিসেবে মোহাম্মদ ইসমাইল কক্সবাজারে সাড়ে তিন বছর দায়িত্ব পালন করেন। 

অনুষ্ঠানে আইনজীবী, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত