হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় ঘরে ঢুকে মা, ছেলেসহ তিনজনকে হত্যার ঘটনায় আক্তার হোসেন ওরফে সুমন (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সুমন মাহমুদার কাছে টাকা পেতেন। তা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে হত্যা করা হয়। পরে ওই দুই শিশু তাঁকে দেখে ফেলেছে, এমন আশঙ্কায় তাদেরও হত্যা করা হয়।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুমন প্রাথমিক জিজ্ঞাসাবাদে থানায় তিনজনকে খুনের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। তিনি হোমনা পৌরসভার শ্রীমদ্দি চরেরগাঁও গ্রামের হক মিয়ার ছেলে।
সুমনের বরাতে ওসি জানান, গৃহবধূ মাহমুদা আক্তারের সঙ্গে সুমনের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। গত বুধবার সন্ধ্যায় শিঙারা ও আখ নিয়ে মাহমুদার ঘরে যান সুমন। এরপর রাতে মাহমুদা আক্তারের ছেলে শাহেদ ও ভাশুরের মেয়ে তিশামণি সিঙাড়া আর আখ খেয়ে ঘুমিয়ে পড়ে। মাহমুদার কাছে সুমন টাকা পেতেন। সেই টাকা চাওয়ায় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে গভীর রাতে মাহমুদাকে শ্বাসরোধে ও মাথায় আঘাত করে হত্যা করেন সুমন। ওই দুই শিশু সবাইকে তাঁর পরিচয় জানিয়ে দেবে—এই আশঙ্কায় তিশামণি (১৪) এবং মাহমুদার ছেলে শাহেদকেও (৯) শ্বাসরোধ ও কাঠের ফালি দিয়ে আঘাত করে হত্যা করেন। সুমন জানান, এই খুনের সঙ্গে আর কেউ জড়িত নন। তিনি একাই তাঁদের তিনজনকে খুন করে পালিয়ে যান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে উপজেলার বড় ঘাগুটিয়া গ্রামের শাহপরানের ঘর থেকে তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী মাহমুদা আক্তার (২৭), একমাত্র ছেলে শাহেদ ও তাঁর মামাতো ভাইয়ের মেয়ে দুলালপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী তিশামণির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাহমুদা আক্তারের বাবা উপজেলার শ্রীমদ্দি গ্রামের বাসিন্দা মো. হোসেন মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন।
এ ঘটনায় পুলিশ সুপার মো. আসফিকুজ্জামান আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার আসফাকুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা, পিবিআই, সিআইডি, র্যাব, সেনাবাহিনীর টিম খুনের রহস্য উদ্ঘাটনে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ম্যাজিস্ট্রেটের কাছে তিন খুনের ঘটনায় গ্রেপ্তার আক্তার হোসেনের জবানবন্দি চলছে।
কুমিল্লার হোমনায় ঘরে ঢুকে মা, ছেলেসহ তিনজনকে হত্যার ঘটনায় আক্তার হোসেন ওরফে সুমন (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সুমন মাহমুদার কাছে টাকা পেতেন। তা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে হত্যা করা হয়। পরে ওই দুই শিশু তাঁকে দেখে ফেলেছে, এমন আশঙ্কায় তাদেরও হত্যা করা হয়।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুমন প্রাথমিক জিজ্ঞাসাবাদে থানায় তিনজনকে খুনের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। তিনি হোমনা পৌরসভার শ্রীমদ্দি চরেরগাঁও গ্রামের হক মিয়ার ছেলে।
সুমনের বরাতে ওসি জানান, গৃহবধূ মাহমুদা আক্তারের সঙ্গে সুমনের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। গত বুধবার সন্ধ্যায় শিঙারা ও আখ নিয়ে মাহমুদার ঘরে যান সুমন। এরপর রাতে মাহমুদা আক্তারের ছেলে শাহেদ ও ভাশুরের মেয়ে তিশামণি সিঙাড়া আর আখ খেয়ে ঘুমিয়ে পড়ে। মাহমুদার কাছে সুমন টাকা পেতেন। সেই টাকা চাওয়ায় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে গভীর রাতে মাহমুদাকে শ্বাসরোধে ও মাথায় আঘাত করে হত্যা করেন সুমন। ওই দুই শিশু সবাইকে তাঁর পরিচয় জানিয়ে দেবে—এই আশঙ্কায় তিশামণি (১৪) এবং মাহমুদার ছেলে শাহেদকেও (৯) শ্বাসরোধ ও কাঠের ফালি দিয়ে আঘাত করে হত্যা করেন। সুমন জানান, এই খুনের সঙ্গে আর কেউ জড়িত নন। তিনি একাই তাঁদের তিনজনকে খুন করে পালিয়ে যান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে উপজেলার বড় ঘাগুটিয়া গ্রামের শাহপরানের ঘর থেকে তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী মাহমুদা আক্তার (২৭), একমাত্র ছেলে শাহেদ ও তাঁর মামাতো ভাইয়ের মেয়ে দুলালপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী তিশামণির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাহমুদা আক্তারের বাবা উপজেলার শ্রীমদ্দি গ্রামের বাসিন্দা মো. হোসেন মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন।
এ ঘটনায় পুলিশ সুপার মো. আসফিকুজ্জামান আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার আসফাকুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা, পিবিআই, সিআইডি, র্যাব, সেনাবাহিনীর টিম খুনের রহস্য উদ্ঘাটনে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ম্যাজিস্ট্রেটের কাছে তিন খুনের ঘটনায় গ্রেপ্তার আক্তার হোসেনের জবানবন্দি চলছে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে যত রকম আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা যায়, তা-ই করছে সরকার।
৬ মিনিট আগেঝিনাইদহ সদরের বাতপুকুরিয়া গ্রামে পরিত্যক্ত একটি সেপটিক ট্যাংক থেকে রফিকুল ইসলাম রুবেল (৩৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
১১ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে খননযন্ত্র দিয়ে নদীতীরের মাটি কেটে নেওয়ার অপরাধে চার ব্যক্তির কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাতে উপজেলা সদরের বংশাই নদীর ত্রিমোহন ও লৌহজং নদীর পাকুল্যা ঋষিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক অভিযান পরিচালনা করেন উপজ
২০ মিনিট আগেমিয়ানমার থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদের মোহনা থেকে পণ্যবাহী তিনটি কার্গো ছিনিয়ে নিয়ে গেছে আরাকান আর্মি। নাফ নদের নাইক্ষ্যংদিয়ায় গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে তল্লাশির কথা বলে কার্গোগুলো আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। আজ শনিবার বিকেল পর্যন্ত জাহাজগুলো ছাড়েনি তারা।
২৪ মিনিট আগে