নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে জরিমানা ও সতর্ক করার পরেও কালো ধোঁয়া ছড়ানোর দায়ে সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ নামের একটি লোহার কারখানাকে আবারও ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। আজ সোমবার বিকেলে নগরের নাসিরাবাদ শিল্প আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজে অভিযান চালান নগরীর চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। তিনি বলেন, ‘পরিবেশের জন্য ক্ষতিকর এই কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে। এ ছাড়া কারখানা কর্তৃপক্ষকে ৫ লাখ টাকা অর্থদণ্ড এবং কারখানাটির বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয়।’
পরিবেশসম্মত উৎপাদনব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত কারখানাটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।
জেলা প্রশাসনের কার্যালয় থেকে জানা গেছে, স্থানীয় বাসিন্দারা অনেক দিন ধরে সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে কালো ধোঁয়া ছড়ানোর বিষয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করে আসছেন। তাঁদের অভিযোগ, কালো ধোঁয়ার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে। এর পরিপ্রেক্ষিতে গত বছরের অক্টোবরে ভ্রাম্যমাণ আদালত কারখানাটিতে অভিযান চালিয়ে জরিমানার পাশাপাশি সতর্ক করে দেন। এর পরও সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ থেকে পরিবেশের জন্য ক্ষতিকর কালো ধোঁয়া বের হচ্ছিল।
মাসুদ রানা বলেন, ‘কারখানাটি পরিবেশের জন্য হুমকিস্বরূপ আখ্যায়িত করে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকেও জেলা প্রশাসনকে লিখিত অভিযোগ করা হয়। পরে জেলা প্রশাসকের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর, বিদ্যুৎ বিভাগ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অংশ নেয়।’
চট্টগ্রামে জরিমানা ও সতর্ক করার পরেও কালো ধোঁয়া ছড়ানোর দায়ে সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ নামের একটি লোহার কারখানাকে আবারও ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। আজ সোমবার বিকেলে নগরের নাসিরাবাদ শিল্প আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজে অভিযান চালান নগরীর চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। তিনি বলেন, ‘পরিবেশের জন্য ক্ষতিকর এই কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে। এ ছাড়া কারখানা কর্তৃপক্ষকে ৫ লাখ টাকা অর্থদণ্ড এবং কারখানাটির বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয়।’
পরিবেশসম্মত উৎপাদনব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত কারখানাটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।
জেলা প্রশাসনের কার্যালয় থেকে জানা গেছে, স্থানীয় বাসিন্দারা অনেক দিন ধরে সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে কালো ধোঁয়া ছড়ানোর বিষয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করে আসছেন। তাঁদের অভিযোগ, কালো ধোঁয়ার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে। এর পরিপ্রেক্ষিতে গত বছরের অক্টোবরে ভ্রাম্যমাণ আদালত কারখানাটিতে অভিযান চালিয়ে জরিমানার পাশাপাশি সতর্ক করে দেন। এর পরও সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ থেকে পরিবেশের জন্য ক্ষতিকর কালো ধোঁয়া বের হচ্ছিল।
মাসুদ রানা বলেন, ‘কারখানাটি পরিবেশের জন্য হুমকিস্বরূপ আখ্যায়িত করে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকেও জেলা প্রশাসনকে লিখিত অভিযোগ করা হয়। পরে জেলা প্রশাসকের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর, বিদ্যুৎ বিভাগ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অংশ নেয়।’
তৃতীয় শ্রেণির চাকরিতে যোগ দিয়েছিলেন এক দশক আগে। এই পদে চাকরি করে আক্ষরিক অর্থে ‘পাহাড়সম’ সম্পদ হয়েছে বান্দরবানের লামা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সহকারী কাম কম্পিউটার অপারেটর নাজমুল আলমের।
৩৫ মিনিট আগেকুমিল্লার বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার পাঁচজন আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার সকালে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগেনাটোর–পাবনা মহাসড়কের কদিমচিলান এলাকায় বনপাড়া থেকে রাজাপুরগামী ব্যাটারিচালিত অটোভ্যানটিকে খুলনা থেকে নাটোরগামী ট্রাকে চাপা দেয়। এরপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়।
১ ঘণ্টা আগেসিলেটে দুই পক্ষের সংঘর্ষে বিলাল আহমদ মুন্সী (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে সিলেট নগরের শাহপরান এলাকার বাহুবলে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন।
১ ঘণ্টা আগে