নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রাম: চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকার শীর্ষ সন্ত্রাসী ও তালিকাভুক্ত অপরাধী মো. সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলের (৩২) সঙ্গে পুলিশের গোলাগুলি হয়েছে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পুলিশের তিন সদস্য আহত হন। সাইফুলের কাছ থেকে দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।
গতকাল বুধবার দিবাগত রাতে বায়েজিদ লিংক রোডের এশিয়া ওমেন ইউনিভার্সিটির গেটের সামনে এই গোলাগুলির ঘটনা ঘটে।
বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান জানান, রাতে বায়েজিদ বোস্তামী থানার লিংক রোডের এশিয়া ওমেন ইউনিভার্সিটির গেটে পুলিশ অস্থায়ী চেকপোস্ট বসায়। রাত ২টার দিকে চেকপোস্টের সামনে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। পুলিশের সঙ্গে গোলাগুলির পর বার্মা সাইফুল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন। বার্মা সাইফুল সিএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী এবং ১৮ মামলার আসামি। এর আগেও তিনি বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছিলেন।
গোলাগুলির ঘটনায় সাইফুল গুলিবিদ্ধ হওয়ার তথ্য নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম। তিনি জানান, বর্তমানে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন সাইফুল। ভোররাতে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।
এ ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন– বায়েজিদ থানার উপপরিদর্শক কে এম নজিবুল ইসলাম, সহকারী উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক মো. রবিউল হোসেন। তাঁরা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।
চট্টগ্রাম: চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকার শীর্ষ সন্ত্রাসী ও তালিকাভুক্ত অপরাধী মো. সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলের (৩২) সঙ্গে পুলিশের গোলাগুলি হয়েছে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পুলিশের তিন সদস্য আহত হন। সাইফুলের কাছ থেকে দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।
গতকাল বুধবার দিবাগত রাতে বায়েজিদ লিংক রোডের এশিয়া ওমেন ইউনিভার্সিটির গেটের সামনে এই গোলাগুলির ঘটনা ঘটে।
বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান জানান, রাতে বায়েজিদ বোস্তামী থানার লিংক রোডের এশিয়া ওমেন ইউনিভার্সিটির গেটে পুলিশ অস্থায়ী চেকপোস্ট বসায়। রাত ২টার দিকে চেকপোস্টের সামনে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। পুলিশের সঙ্গে গোলাগুলির পর বার্মা সাইফুল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন। বার্মা সাইফুল সিএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী এবং ১৮ মামলার আসামি। এর আগেও তিনি বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছিলেন।
গোলাগুলির ঘটনায় সাইফুল গুলিবিদ্ধ হওয়ার তথ্য নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম। তিনি জানান, বর্তমানে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন সাইফুল। ভোররাতে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।
এ ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন– বায়েজিদ থানার উপপরিদর্শক কে এম নজিবুল ইসলাম, সহকারী উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক মো. রবিউল হোসেন। তাঁরা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।
বড়াইগ্রামে আ.লীগ কর্মীকে মারধরের মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার নাটোরের বড়াইগ্রামে বৃদ্ধ মা-বাবা ও অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে আওয়ামী লীগ সমর্থক উজ্জ্বল কুমার মন্ডলকে মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় পৌর শ্রমিকদলের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
১২ মিনিট আগেড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে কবি নজরুল সরকারি কলেজে ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের চলমান সংঘর্ষে আহত হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ৩০ জন শিক্ষার্থী।
২১ মিনিট আগেবরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) পরিচালকের দায়িত্বভার গ্রহণ করছেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর। আজ সোমবার দুপুরে তিনি এই দায়িত্ব বুঝে নেন। তিনি হাসপাতালের ৬৮তম পরিচালক।
২৭ মিনিট আগেজুলাই অভ্যুত্থানের হত্যা মামলায় গাজীপুরের শ্রীপুরে যুবলীগ নেতা মো. আব্দুস সাত্তার সরকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার বাউনী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৪ মিনিট আগে