নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে অষ্টম শ্রেণি পাস করেই খোরশেদ আলম (৪২) নামে এক ব্যক্তি এমবিবিএস চিকিৎসক হয়েছেন। রীতিমতো চেম্বার খুলে নিজেকে মেডিসিন, নিউরোলজি, নিউরোমেডিসিন, ডায়াবেটিস বিশেষজ্ঞ পরিচয়ে রোগীও দেখছেন দীর্ঘদিন।
তবে বাঁধ সেধেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নগরীর আকবরশাহ থানার কর্নেল জোন্স রোডে কাট্টলী মেডিকেল হল নামে একটি ফার্মেসির দোকান থেকে এই ভুয়া চিকিৎসককে আটক করে তাঁরা।
এ সময় পুলিশ আলামত হিসেবে তাঁর কাছ থেকে চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম, নাম ফলক, ভিজিটিং কার্ড, সিলমোহর ও কাগজপত্র জব্দ করে।
আটক খোরশেদ হাটহাজারী উপজেলার আব্দুর রহিমের ছেলে। নগরীতে তিনি সরাইপাড়া এলাকায় থাকেন।
আকবর থানার ওসি মো. জহির হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে নিজেকে এমবিবিএস ডাক্তারের ভুয়া পরিচয়ে রোগী দেখে আসছিলেন খোরশেদ আলম। এ তথ্য পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
ওসি বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে খোরশেদ নিজেকে অষ্টম শ্রেণি পাস বলে স্বীকার করেন।
জহির হোসেন বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একসময় ওয়ার্ড বয় হিসেবে কাজ করা খোরশেদ এর আগেও বিভিন্ন জায়গায় ভুয়া চিকিৎসক সেজে প্রতারণা করেছিল। এ জন্য ২০১৩ সালে কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে ৬ মাস এবং ২০১৭ সালে মাগুরার ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন।
চট্টগ্রামে অষ্টম শ্রেণি পাস করেই খোরশেদ আলম (৪২) নামে এক ব্যক্তি এমবিবিএস চিকিৎসক হয়েছেন। রীতিমতো চেম্বার খুলে নিজেকে মেডিসিন, নিউরোলজি, নিউরোমেডিসিন, ডায়াবেটিস বিশেষজ্ঞ পরিচয়ে রোগীও দেখছেন দীর্ঘদিন।
তবে বাঁধ সেধেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নগরীর আকবরশাহ থানার কর্নেল জোন্স রোডে কাট্টলী মেডিকেল হল নামে একটি ফার্মেসির দোকান থেকে এই ভুয়া চিকিৎসককে আটক করে তাঁরা।
এ সময় পুলিশ আলামত হিসেবে তাঁর কাছ থেকে চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম, নাম ফলক, ভিজিটিং কার্ড, সিলমোহর ও কাগজপত্র জব্দ করে।
আটক খোরশেদ হাটহাজারী উপজেলার আব্দুর রহিমের ছেলে। নগরীতে তিনি সরাইপাড়া এলাকায় থাকেন।
আকবর থানার ওসি মো. জহির হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে নিজেকে এমবিবিএস ডাক্তারের ভুয়া পরিচয়ে রোগী দেখে আসছিলেন খোরশেদ আলম। এ তথ্য পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
ওসি বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে খোরশেদ নিজেকে অষ্টম শ্রেণি পাস বলে স্বীকার করেন।
জহির হোসেন বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একসময় ওয়ার্ড বয় হিসেবে কাজ করা খোরশেদ এর আগেও বিভিন্ন জায়গায় ভুয়া চিকিৎসক সেজে প্রতারণা করেছিল। এ জন্য ২০১৩ সালে কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে ৬ মাস এবং ২০১৭ সালে মাগুরার ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন।
নির্মাণকাজের দায়িত্ব পাওয়া বেসরকারি আবাসনপ্রতিষ্ঠান কম্প্রিহেনসিভ হোল্ডিংস ছয় দফা সময় বাড়িয়েও কাজ শেষ না করায় বিপাকে পড়েছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ (জাগৃক)।
৩ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে একটি তেলের গোডাউনে অগ্নিকাণ্ড হয়েছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
২৭ মিনিট আগেরাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৮ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৯ ঘণ্টা আগে