Ajker Patrika

পুলিশ পরিচয়ে যুবককে উঠিয়ে নেওয়ার চেষ্টা, সীতাকুণ্ডে প্রতারক গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
পুলিশ পরিচয়ে যুবককে উঠিয়ে নেওয়ার চেষ্টা, সীতাকুণ্ডে প্রতারক গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশ পরিচয়ে যুবককে হ্যান্ডকাপ পরিয়ে উঠিয়ে নেওয়ার চেষ্টার সময় এক প্রতারককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে তাঁকে প্রতারণা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুয়া পরিচয় দেওয়া ওই ব্যক্তির নাম আবদুল করিম। তাঁর বাড়ি বগুড়া জেলায়। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ। 

স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল সোমবার রাতে উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের কনফিডেন্স সিমেন্ট এলাকার একটি চায়ের দোকানে যান আবদুল করিম। তাঁর হাতে ছিল ওয়াকিটকি ও হ্যান্ডকাপ। নিজেকে পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয় দেন তিনি। একপর্যায়ে চায়ের দোকানে থাকা এক যুবককে হ্যান্ডকাপ পড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁর আচরণ অস্বাভাবিক মনে হলে উপস্থিত লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান। তিনি বিষয়টি সীতাকুণ্ড থানা-পুলিশকে জানান। পুলিশ আসার পর ওয়াকিটকিসহ আটক ওই যুবককে প্রতারক হিসেবে চিহ্নিত করেন এবং তাকে থানায় নিয়ে আসেন। 

ভাটিয়ারি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজিম উদ্দিন বলেন, সীতাকুণ্ড থানার এসআই ফারুকের পরিচয় দিয়ে গত ১০ দিন ধরে ওই যুবকটি এলাকার স্থানীয় মানুষদের হয়রানি করছে। তাদের গ্রেপ্তারের ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা হাতিয়ে নিয়েছে। বিষয়টি জানতে এসআই ফারুককে ফোন দিলে তাঁর নাম ব্যবহার করে কোনো প্রতারক এ ধরনের ঘটনা ঘটাচ্ছেন বলে জানান এবং কৌশলে ওই প্রতারককে আটক করে তাকে খবর দিতে বলেন।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক ফারুক জানান, ওই প্রতারক কৌশলে তাঁর পরিচয় ব্যবহার করে এ প্রতারণার ঘটনা ঘটিয়েছে। বিষয়টি ইউপি চেয়ারম্যানের মাধ্যমে অবহিত হওয়ার পর এলাকাবাসীকে সচেতন করার পাশাপাশি প্রতারককে ধরে পুলিশে সোপর্দ করতে অনুরোধ করেন। 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, উপপরিদর্শকের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা ওই যুবক একজন প্রতারক। তাকে আটকের পর তার বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত