আমগাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ৩১ মে ২০২৪, ২০: ৪১
Thumbnail image

চন্দনাইশ সাতবাড়িয়ায় আমগাছ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার শেষকৃত্য অনুষ্ঠান শেষে তাঁকে পারিবারিক শ্মশানে বিকেলে দাহ করা হয়। 

এর আগে গতকাল বৃহস্পতিবার উপজেলার সাতবাড়িয়া দেওয়ানজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিক্ষকের নাম প্রকাশ পূর্ণেন্দু বড়ুয়া (৭২)। দেওয়ানজীপাড়া এলাকার বাসিন্দা। 

স্থানীয়রা জানান, পূর্ণেন্দু বড়ুয়া গতকাল সকাল ১০টার দিকে নিজ বাড়ির আমগাছ থেকে আম পাড়তে গাছে ওঠেন। হঠাৎ গাছ থেকে পড়ে যান। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে বাড়িতে চিকিৎসা দেন। পরে অবস্থা গুরুতর হওয়ায় বিজিসি ট্রাস্ট মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

স্থানীয় পল্লিচিকিৎসক তপন বড়ুয়া বলেন, পূর্ণেন্দু বড়ুয়া আমগাছ থেকে পড়ে অসুস্থ হয়ে যায়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত