রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার রামগড় স্থলবন্দরের চলমান অবকাঠামো নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জ। এ সময় তিনি মৈত্রী সেতু-১ ও ইমিগ্রেশন কাজের অগ্রগতি দেখেন। তাঁর সঙ্গে ছিলেন হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি শেলনী সাই ও ফটিক ডি নাগ।
আজ মঙ্গলবার বেলা ১১টার সময় রামগড় পৌঁছালে তাঁকে স্বাগত জানান বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য (ট্রাফিক) মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য ও রামগড় স্থলবন্দর প্রকল্প পরিচালক সরওয়ার আলম, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনিরুজ্জামান, রামগড় ৪৩-বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তাধর, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন প্রমুখ।
পরে রামগড় আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনের কার্যালয়ে মতবিনিময় সভা করেন তিনি। সভা শেষে ফেনী নদীর ওপর নির্মাণ ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু ও বন্দর অবকাঠামো নির্মাণকাজ পরিদর্শন করেন।
স্থলবন্দর নির্মাণ কার্যক্রম ও মৈত্রী সেতু পরিদর্শনে সন্তোষ জানিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার আশাবাদ ব্যক্ত করে হাইকমিশনার বলেন, ‘চলতি মাসেই দুই দেশের অভিবাসীরা যাতে এ বন্দর দিয়ে যাতায়াত করতে পারে সে লক্ষ্যে আমরা কাজ করছি।’
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য (ট্রাফিক) মোহাম্মদ জাহাঙ্গীর কবীর বলেন, প্রাথমিকভাবে চলতি মার্চ মাসের মধ্যে এ বন্দর দিয়ে দুই দেশের অভিবাসীরা যাতায়াতের সুযোগ পাবেন। অবকাঠামোগুলো নির্মাণ হলেই পরিবহনসহ সব সুযোগ-সুবিধা চালু হবে। তখন সমৃদ্ধ হবে পাহাড়ের অর্থনীতি। চট্টগ্রাম আন্তর্জাতিক বন্দর ব্যবহার করে দুই দেশের ব্যবসায়ীরা কম সময় ও ব্যয়ে আমদানি-রপ্তানি করে উপকৃত হবেন।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য ও রামগড় স্থলবন্দর প্রকল্প পরিচালক সরওয়ার আলম বলেন, বাংলাদেশের দিক থেকে ইমিগ্রেশন কার্যক্রম শতভাগ প্রস্তুত। ভারতের দিক থেকে আগামী ৯ মার্চ ভারতের ত্রিপুরার সাব্রুমে আইসিপি বা ইন্টিগ্রেটেড চেকপোস্টের উদ্বোধনের সম্ভাব্যতার কথা জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার। এটি চালু হলে মৈত্রী সেতু হয়ে যাতায়াতের সুযোগ তৈরি হবে। এ ছাড়া বন্দর সীমানাপ্রাচীর নির্মাণে ভারতের দিক থেকে কিছু আপত্তি উঠেছে, শিগগিরই এটিরও সমাধান হবে।
খাগড়াছড়ি জেলার রামগড় স্থলবন্দরের চলমান অবকাঠামো নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জ। এ সময় তিনি মৈত্রী সেতু-১ ও ইমিগ্রেশন কাজের অগ্রগতি দেখেন। তাঁর সঙ্গে ছিলেন হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি শেলনী সাই ও ফটিক ডি নাগ।
আজ মঙ্গলবার বেলা ১১টার সময় রামগড় পৌঁছালে তাঁকে স্বাগত জানান বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য (ট্রাফিক) মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য ও রামগড় স্থলবন্দর প্রকল্প পরিচালক সরওয়ার আলম, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনিরুজ্জামান, রামগড় ৪৩-বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তাধর, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন প্রমুখ।
পরে রামগড় আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনের কার্যালয়ে মতবিনিময় সভা করেন তিনি। সভা শেষে ফেনী নদীর ওপর নির্মাণ ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু ও বন্দর অবকাঠামো নির্মাণকাজ পরিদর্শন করেন।
স্থলবন্দর নির্মাণ কার্যক্রম ও মৈত্রী সেতু পরিদর্শনে সন্তোষ জানিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার আশাবাদ ব্যক্ত করে হাইকমিশনার বলেন, ‘চলতি মাসেই দুই দেশের অভিবাসীরা যাতে এ বন্দর দিয়ে যাতায়াত করতে পারে সে লক্ষ্যে আমরা কাজ করছি।’
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য (ট্রাফিক) মোহাম্মদ জাহাঙ্গীর কবীর বলেন, প্রাথমিকভাবে চলতি মার্চ মাসের মধ্যে এ বন্দর দিয়ে দুই দেশের অভিবাসীরা যাতায়াতের সুযোগ পাবেন। অবকাঠামোগুলো নির্মাণ হলেই পরিবহনসহ সব সুযোগ-সুবিধা চালু হবে। তখন সমৃদ্ধ হবে পাহাড়ের অর্থনীতি। চট্টগ্রাম আন্তর্জাতিক বন্দর ব্যবহার করে দুই দেশের ব্যবসায়ীরা কম সময় ও ব্যয়ে আমদানি-রপ্তানি করে উপকৃত হবেন।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য ও রামগড় স্থলবন্দর প্রকল্প পরিচালক সরওয়ার আলম বলেন, বাংলাদেশের দিক থেকে ইমিগ্রেশন কার্যক্রম শতভাগ প্রস্তুত। ভারতের দিক থেকে আগামী ৯ মার্চ ভারতের ত্রিপুরার সাব্রুমে আইসিপি বা ইন্টিগ্রেটেড চেকপোস্টের উদ্বোধনের সম্ভাব্যতার কথা জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার। এটি চালু হলে মৈত্রী সেতু হয়ে যাতায়াতের সুযোগ তৈরি হবে। এ ছাড়া বন্দর সীমানাপ্রাচীর নির্মাণে ভারতের দিক থেকে কিছু আপত্তি উঠেছে, শিগগিরই এটিরও সমাধান হবে।
বান্দরবানের আলীকদমে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার ২ নম্বর চৈক্ষং ইউনিয়নের তারাবনিয়ার চারা বটতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগেরাজশাহীর বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে বাড়ির আশপাশে তল্লাশি চালিয়ে তিনটি বিস্ফোরিত ও ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে।
২৫ মিনিট আগেজাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) দগ্ধের ঘটনায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. মারুফুল ইসলাম।
১ ঘণ্টা আগেকক্সবাজারের চকরিয়া পৌরসভায় বিয়ের আট মাসের মাথায় স্বামীর হাতে ছুরিকাঘাতে তরুণী গৃহবধূ উম্মে হাফ্সা তুহির (১৮) মৃত্যুর ঘটনায় পাঁচজনের নামে মামলা করা হয়েছে। মামলায় আরও দু-তিনজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। গতকাল শুক্রবার মধ্যরাতে চকরিয়া থানায় মামলাটি করা হয়। এ ঘটনায় তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলি
১ ঘণ্টা আগে