Ajker Patrika

লামায় বোনকে হত্যার অভিযোগে সৎভাই ও মাকে আটক

লামা (বান্দরবান) প্রতিনিধি
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৯: ৪৯
লামায় বোনকে হত্যার অভিযোগে সৎভাই ও মাকে আটক

বান্দরবানের লামায় বোনকে হত্যার অভিযোগ উঠেছে শহর আলী (২৪) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত যুবক ও তাঁর মাকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বগাইছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম খাদিজা বেগম (৪৮)। তিনি বগাইছড়ি গ্রামের বাসিন্দা ছৈয়দ আলমের মেয়ে ও আলী আজমের স্ত্রী।

স্থানীয়রা জানান, দুই স্ত্রী ও ১০ সন্তান রেখে প্রায় আট বছর আগে মারা যান ছৈয়দ আহমদ। বাবার মৃত্যুর পর রেখে যাওয়া সম্পত্তি ভাগাভাগি নিয়ে পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। আজ বুধবার দুপুরে খাদিজা গরু নিয়ে বাড়িতে ফেরার সময় সৎমা সাকেরা বেগম ও তাঁর ছেলে শহর আলীর সঙ্গে সম্পত্তি ভাগাভাগির নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শহর আলী ও সাকেরা বেগম খাদিজাকে দা দিয়ে কুপিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাঁকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক খাদিজাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর শহর আলী ও মা শাকেরা বেগমকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ হোসাইন মামুন জানান, সম্পত্তি নিয়ে সন্তানদের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জেরে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, এ ঘটনায় অভিযুক্ত মা ও ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পৈতৃক সম্পত্তি ভাগাভাগি নিয়েই এ ঘটনার সূত্রপাত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত