চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বিদেশি শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১৯: ১৪
Thumbnail image

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ফুটফাফোন জেইডলা (২৩) নামে এক বিদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে নগরীর পতেঙ্গা আউটার লিংক রোডের চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় আহত আরও দুই বাংলাদেশি শিক্ষার্থীকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহত জেইডলা লাওসের নাগরিক। তিনি চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী। 

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পতেঙ্গা সী-বিচ এলাকায় তিনজন রাতে ঘুরতে এসেছিলেন। সী-বিচ থেকে বাসায় যাওয়ার পথে তাঁদের বহনকারী পাজেরো গাড়ি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। তিনি গাড়ির পেছনের সিটে ছিলেন।’ 

তিনি বলেন, ‘পাজেরো গাড়িটির সামনের চাকা ফেটে যাওয়ার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বিভাজকের সঙ্গে ধাক্কা লেগেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ময়নাতদন্ত শেষে নিহত শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে হস্তান্তর করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তিতে একগুচ্ছ সুপারিশ কমিশনের

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত