প্রায় তিন কোটি টাকা মুল্যের ৩৩টি সোনার বারসহ রোহিঙ্গা গ্রেপ্তার

প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
প্রকাশ : ০৯ আগস্ট ২০২১, ১৬: ২৫
আপডেট : ০৯ আগস্ট ২০২১, ১৭: ০৪

কক্সবাজারের উখিয়ায় ৪৭০ ভরি ওজনের ৩৩টি সোনার বারসহ এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে ৩৪ বিজিবি। আজ সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) তমব্রু বিওপির সদস্যরা উখিয়ার পালংখালী ইউনিয়নের টিভি টাওয়ার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃত ওই বৃদ্ধ সীমান্তের শূন্য রেখার তমব্রু কোনাপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত ফজর আহম্মদের ছেলে মো. জয়নুল আবেদীন (৬৫)। 

বিজিবি জানিয়েছে, উখিয়ার পালংখালী ইউনিয়নের টিভি টাওয়ার এলাকা থেকে ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) তমব্রু বিওপির সদস্যরা তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তল্লাশি করে তার কোমরে লুঙ্গির ভাঁজে কৌশলে লুকিয়ে রাখা ৪৭০ ভরি ওজনের মিয়ানমারের ২৪ ক্যারেট/ ৯৯৯.৯৯ পিউর ৩৩টি সোনার বার পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ২ কোটি ৯১ হাজার ৪০ টাকা। 

৩৩টি সোনার বারসহ বৃদ্ধ রোহিঙ্গা আটককক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির অধিনায়ক পরিচালক আলী হায়দার আজাদ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, 'ভ্যাট ফাঁকি দিয়ে অবৈধভাবে সীমান্ত দিয়ে সোনার বার চোরাচালান কাজে জড়িত রোহিঙ্গার নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আইনগত ব্যবস্থা নিয়ে তাঁকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত সোনার বার কক্সবাজার ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।' 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত